Thursday, November 6

বর্ষসেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে আইসিসি


স্পোর্টস রিপোর্টার,ঢাকা: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। দ্বিতীয়বারের মতো স্থান পেয়েছেন শ্রীলংকান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা এবং অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন। বুধবার পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। আইসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন ২০১৪ সালের জন্য মনোনীত সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেন। আগামী ১৪ নভেম্বর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ২০১৩ সালের ২৬ আগস্ট থেকে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সময়ের মধ্যে পারফরমেন্স বিবেচনায় এ পুরস্কার দেয়া হচ্ছে। এই নির্ধারিত সময়ের মধ্যে ২০০৯ সালের পুরস্কার বিজয়ী জনসন অবিশ্বাস্য ১৫.২৩ গড়ে আট টেস্টে ৫৯ উইকেট শিকার করেন। ২০১২ সালে কলম্বোতে সম্মানজনক এ পুরস্কার পাওয়া সাঙ্গাকারা নির্ধারিত সময়ে ১১ টেস্টে সর্বোচ্চ ১৫০২ রান করেন। ২০০৪ সালে প্রচলিত হওয়ার পর কোনো ক্রিকেটারই দুইবার আইসিসির এ পুরস্কার পাননি। এদিকে টানা সাত বছর আইসিসি-র বর্ষসেরা ওয়ান ডে দলের অধিনায়কের নির্বাচিত হলেন মহেন্দ্র সিং ধোনি৷ এই নজির বিশ্বের আর কোনো ক্রিকেটারের নেই৷ বুধবার ভারত অধিনায়ককে ২০১৪ ওয়ান ডে-র নেতা বেছে নেয় আইসিসি৷ আইসিসি-র তরফে এদিন জানান হয়, প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বে আইসিসি বর্ষসেরা টেস্ট ও ওয়ান ডে দল বেছে নেয়া হয়৷ নির্বাচক কমিটির চেয়ারম্যান হলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে৷ গত এক বছরের (২৬ অগস্ট, ২০১৩ থেকে ১৭ সেপ্টেম্বর,২০১৪) পরিসংখ্যানের বিচারে দল নির্বাচন করা হয়েছে বলে জানান নির্বাচক কমিটির চেয়ারম্যান কুম্বলে৷ তিনি বলেন, আশা করি সেরা দল বাছা হয়েছে৷ যে কোনো দিন যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে এই দল৷ দর্শকদের ভোটে নির্বাচিত পিপলস চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতের উঠতি পেসার ২৪ বছর বয়সী ভুবনেশ্বর কুমার। আইসিসিকে কুমার বলেন, আমার কাছে এ পুরস্কারের অর্থ অনেক বড়। কেননা, কেবলমাত্র ব্যক্তিগত পারফরমেন্সের জন্য আমি এটা পাইনি। আমার সমর্থকদের ভালোবাসা ও সমর্থনে আমি এটা পেয়েছি। আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন শ্রীলংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সও। আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জনসন, ম্যাথুজ এবং সাঙ্গাকারার সঙ্গে স্থান পেয়েছেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নারও। আইসিসি বর্সসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় তিন দক্ষিণ আফ্রিকান কুইন্টন ডি কক, ডেল স্টেইন এবং এবি ডি ভিলিয়ার্স ছাড়াও স্থান পেয়েছেন ভারতের বিরাট কোহলি। আইসিসি সর্বসেরা মহিলা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন সাবেক দুই বিজয়ী। তারা হলেন ২০০৮ সালের বিজয়ী ইংল্যান্ড অধিনায়ক চার্লোতি এডওয়ার্ডস এবং দুইবারের বিজয়ী ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেইলর। এ তালিকায় আরো স্থান পেয়েছেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান ভারতীয় অধিনায়ক মিথালি রাজ এবং ইংল্যান্ড উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান সারাহ টেইলর। আইসিসির বর্ষসেরা উঠতি ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ইংল্যান্ড জুটি গ্যারি ব্যালেন্স- বেন স্টোকস এবং নিউজিল্যান্ড জুটি কোরি এন্ডারসন-জিমি নিশাম। প্রথম দুই বার ইংল্যান্ডের সারাহ টেইলরের পর আইসিসি বর্ষসেরা মহিলা টি-২০ ক্রিকেটার হিসেবে নতুন কারো গলা ঝুলবে এ মালা। সংক্ষিপ্ত এ তালিকায় রয়েছেন ইংল্যান্ডের চার্লোতি এডওয়ার্ডস, অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং, ভারতের মিথালি রাজ এবং ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেইলর। বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি টি-২০ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ১১৬ রানে অপরাজিত থাকা ইংল্যান্ডের এ্যালেক্স হেলস, ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ রান করা অস্ট্রেলিয়ার এ্যারন ফিঞ্চ এবং সর্বশেষ টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন রানে পাঁচ উইকেট শিকার করা শ্রীলংকার রঙ্গনা হেরাথ রয়েছেন আইসিসি টি-২০ আন্তর্জাতিক বর্ষসেরা পারফরমারের তালিকায়। এসোসিয়েটস এবং এফিলেটেড দলের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি লাভের জন্য লড়াই করবেন আফগানিস্তানের মোহাম্মদ নবী ও সামিউল্লাহ সেওয়ারি এবং স্কটল্যান্ডের কালাম ম্যাকলেওড ও প্রেসটন মোমসেন। একই সঙ্গে ২০১৪ সালের টেস্ট ও ওয়ানডে দলও ঘোষণা করেছে আইসিসি। টেস্ট দলের নেতা হিসেবে শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথুজ এবং ওয়ানডে দলের নেতা হিসেবে ভারতের মহেন্দ্র সিং ধোনি নির্বাচিত হয়েছেন। আইসিসি টেস্ট দল: অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স, জো রুট, মিচেল জনসন, স্টুয়ার্ট ব্রড, ডেল স্টেইন, রঙ্গনা হেরাথ, টিম সাউদি, রস টেইলর (১২তম)। ওয়ানডে দল: এমএস ধোনি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, কুইন্টন ডি কক, বিরাট কোহলি, জর্জ বেইলি, এবি ডি ভিলিয়ার্স, ডোয়াইন ব্রাভো, জেমস ফকনার, ডেল স্টেইন, মোহাম্মদ সামি, অজন্তা মেন্ডিজ ও রোহিত শর্মা (১২তম)। সংক্ষিপ্ত তালিকা: আইসিসি বর্ষসেরা ক্রিকেটার: এবি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা), মিচেল জনসন (অস্ট্রেলিয়া) অ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলংকা), কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)। আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার: কুইন্টন ডি কক (দ. আফ্রিকা), এবি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা), বিরাট কোহলি (ভারত), ডেল স্টেইন (দ. আফ্রিকা) আইসিসি মহিলা বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার: চার্লোতি এডওয়ার্ডস (ইংল্যান্ড), মিথালি রাজ (ভারত), সারা টেইলর (ইংল্যান্ড), স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ) আইসিসি বর্ষসেরা উঠতি ক্রিকেটার: কোরি এন্ডারসন (নিউজিল্যান্ড), গ্যারি ব্যালেন্স (ইংল্যান্ড), জিমি নিশাম (নিউজিল্যান্ড) ও বেন স্টোকস (ইংল্যান্ড) বর্ষসেরা আইসিসি এসোসিয়েট এন্ড এফিলেটেড ক্রিকেটার: কালাম ম্যাকলেওড (স্কটল্যান্ড), প্রেসটন মোমসেন (স্কটল্যান্ড) মোহাম্মদ নবী (আফগানিস্তান) ও সামিউল্লাহ সেওয়ারি (আফগানিস্তান) আইসিসি বর্ষসেরা টি-২০ পারফরমেন্স: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড) ১১৬ অপরাজিত প্রতিপক্ষ শ্রীলংকা, ২০১৪, এ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) ১৫৬ প্রতিপক্ষ ইংল্যান্ড, ২০১৩ রঙ্গনা হেরাথ (শ্রীলংকা) ৩-৫ প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০১৪ আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার: চার্লোতি এডওয়ার্ডস (ইংল্যান্ড), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), মিথালি রাজ (ভারত),স্টেফানি টেইলর(ওয়েস্ট ইন্ডিজ) আইসিসি বর্ষসেরা আম্পায়ার: আইসিসি এলিট প্যানেলের ১২ সদস্যের সকলেই মনোনীত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়