ফকিহ আবুল লাইস সমরকন্দি (রহ.) বলেন, মোয়াজ্জিনদের ফজিলত অর্জন করতে হলে অবশ্যই ১০টি গুণের অধিকারী হতে হবে।
* নামাজের সময়ের জ্ঞান থাকতে হবে এবং সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
*কণ্ঠস্বরকে হেফাজত করতে হবে।
* তার অনুপস্থিতিতে কেউ আজান দিলে তার ওপর রাগান্বিত হবে না।
* সুন্দর ও বিশুদ্ধভাবে আজান দেবে।
* আজানের বিনিময়ের প্রত্যাশা আল্লাহর কাছেই করবে_ মানুষের কাছ থেকে নয়।
* সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে এবং ধনি-দরিদ্র সবার কাছে সত্য ও বাস্তব কথা বলতে হবে।
* জামাতের আগে মানুষের কষ্ট না হয়_ এতটুকু পরিমাণ সময় ইমামের জন্য অপেক্ষা করবে।
* মসজিদে কেউ তার স্থানে বসলে তার ওপর রাগ করবে না।
*আজান ও একামতের মাঝে দীর্ঘ নামাজ পড়বে না।
* মসজিদের যত্ন নেবে। অপবিত্র জিনিস থেকে মসজিদকে পবিত্র রাখবে, কিশোর বালকরা মসজিদের অসম্মানজনক কাজ করলে, তাদের নিবৃত্ত করবে।
পবিত্র কোরআন ও হাদিসে মোয়াজ্জিনদের সীমাহীন ফজিলতের কথা বর্ণনা করা হলেও আমরা আমাদের দেশের প্রায় তিন লক্ষাধিক মোয়াজ্জিনের যথাযথ সম্মান করতে পারছি না। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এক শ্রেণীর ভদ্রলোক মোয়াজ্জিনদের মনে করে অধীন কর্মচারী। মসজিদের বিপুল আয়ের তুলনায় মোয়াজ্জিনদের সুযোগ-সুবিধা একেবারেই নগণ্য। বহু মসজিদে পর্যাপ্ত আয় থাকা সত্ত্বেও ইমাম-মোয়াজ্জিনদের নামমাত্র সম্মানী দেয়া হয়।
Tuesday, November 11
এ সম্পর্কিত আরও খবর
যে সূরা রাতে পড়লে দারিদ্র্য কাছেও ঘেঁষতে পারবে না পবিত্র কোরআনুল কারিমের প্রত্যেকটি সূরার আলাদা আলাদা গুরুত্ব ও ফজিলত আছে। এমনকি একেক বাক্যের আ
'ধর্ম যার যার, উৎসব সবার' : একটি শিরকী আক্বিদা আসাদ উদ্দিন::বিগত বেশ কয়েক বছর থেকে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে
শিশুদেরকে মসজিদে নেওয়া যাবে কি? ইসলামে ইমানের পর নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ৮২ বার সরাসরি না
কানাইঘাটে ২ হাজার শীতার্তদের শীতবস্ত্র দিল ইমেজ ফাউন্ডেশন নিজস্ব প্রতিবেদক ::পৌষ মাসের কনকনে শীতের পর এখন শুরু হয়েছে মাঘ মাসের শীতের তীব্রতা। এমন তীব্র শীতে
আকস্মিক মৃত্যু থেকে বাঁচার দোয়া মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কে
হজযাত্রীদের টাকা উত্তোলনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশ আগামী বছর ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুক মানুষদের টাকা তোলার সময় প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সংশ্ল
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়