Monday, November 17

ম্যাসেজের উত্তর না দেওয়ায় স্ত্রী তালাক!


কানাইঘাট নিউজ ডেস্ক: হোয়াটস অ্যাপে পাঠানো ম্যাসেজ পড়ে উত্তর না দেওয়ায় স্ত্রীকে তালাক দিয়েছেন সৌদি আরবের এক স্বামী। এছাড়া স্ত্রী নিজের ফোন ব্যবহার করে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সারাক্ষণ চ্যাটে ব্যস্ত থাকতো বলেও ওই স্বামী হতাশ হয়ে পড়েছিলেন। ওই স্বামী অভিযোগ করে বলেন, ‘সে দিনের অধিকাংশ সময়ই ফোনে অপচয় করতো। আর বাড়ির কাজ ও সন্তানদের লালন-পালনেও অবহেলা করতো।’ ম্যাসেজের ব্যাপারে ওই স্বামী অভিযোগ করেন, ‘আমি তাকে হোয়াটস অ্যাপে একটি ম্যাসেজ পাঠাই। আর হোয়াটস অ্যাপের সর্বশেষ সংস্করণের ফলে আমি দেখতে পেয়েছি যে সে ম্যাসেজটি পড়েছে। কিন্ত সে ম্যাসেজটির কোনও উত্তর দেয়নি। এমনকি তাকে যখন এ ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে সে তখন কোনও ম্যাসেজ পাওয়ার বিষয়টিই অস্বীকার করে।’ উল্লেখ্য, সম্প্রতি এন্ড্রয়েড ফোনে হোয়াটস অ্যাপের সর্বশেষ যে সংস্করণটি যুক্ত করা হয়েছে এতে কাউকে ম্যাসেজ পাঠালে সে ম্যাসেজটি পড়েছে কিনা বা উত্তরে কী লিখছে প্রেরক তার স্ক্রীনে তা আগেভাগেই দেখতে পারেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়