Sunday, October 26

মেডিকেলে ভর্তির ফল প্রকাশ


কানাইঘাট নিউজ ডেস্ক: চলতি শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষায় ২২ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৩৪ শতাংশ। বিস্তারিত ফলাফল www.dghs.gov.bd -এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভর্তি প্রক্রিয়া আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। ক্লাস শুরু হবে ১০ জানুয়ারির মধ্যে। গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশের ২৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর সরকারি-বেসরকারি মোট ৮৫টি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ১০ হাজার ২৯৯ আসনের বিপরীতে ৬৯ হাজার ৪৭৭ শিক্ষার্থী পরীক্ষার আবেদন করেন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের ২৯ সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ১৬২টি এবং ৯টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন রয়েছে। এ ছাড়া ৫৬টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে আসনসংখ্যা যথাক্রমে ৫ হাজার ৩২৫ এবং ১ হাজার ২৮০।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়