Thursday, October 30

জামায়াতের ডাকা হরতাল কানাইঘাটে ঢিলেঢালা ভাবে পালিত


নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের আমীর মাওঃ মতিউর রহমান নিজামীর রায় প্রত্যাখান করে দেশব্যাপী ডাকা জামায়াতের ২৪ ঘন্টার হরতাল কানাইঘাটে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। জনজীবনে হরতালের প্রভাব পড়েনি তেমন। হরতাল চলাকালে পৌর শহরে দোকানপাট, ব্যাংক, বীমা ও সরকারী অফিস খোলা ছিল। হালকা যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার সবধরণের যানবাহন চলাচল বন্ধ ছিল। নাশকতা এড়াতে পৌর শহরসহ বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পৌর শহরে পুলিশী টহল জোরদার থাকায় হরতালের সমর্থনে জামায়াত শিবিরের নেতাকর্মীরা পিকেটিং বা মিছিল করতে পারেনি। তবে উপজেলার গাছবাড়ী বাজার, রাজাগঞ্জ বাজার ও বুরহান উদ্দিন বাজারে হরতালের সমর্থনে মিছিল করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। কোথাও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে হরতালকারীদের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী কানাইঘাট নিউজকে জানিয়েছেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়