স্টাফ রিপোর্টার : আগামী তিন বছরের মধ্যে পার্বত্য চট্রগ্রাম এলাকার যোগাযোগের উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে সচিবালয়ের সভাকক্ষে যোগাযোগ মন্ত্রণালয়ের সমন্বয় সভা শেষে তিনি একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, আমাদের রাস্তাগুলো পুরানো হওয়ায় এগুলোকে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে এবং এটা বলতে কোন দ্বিধা করি না আমি।
আমরা অনেক রাস্তার সংস্কারের কাজ শুরু করেছি। কিন্তু অসময়ের বৃষ্টির কারণে সেগুলো মেরামত করতে সমস্যা হচ্ছে।
তিনি বলেন, গতকাল আমি মগবাজার ফ্লাইওভার নিয়ে যে কথা বলেছি। সেটা আমার দায়িত্বের মধ্যে ছিল না, এটা ডিসিসির কাজ। যোগাযোগমন্ত্রী হিসাবে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করেই আমি এই আলটিমেটাম দিয়েছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, যোগাযোগ সচিব এন এন সিদ্দিকী।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়