Wednesday, September 3

টেস্টে ভাল সুযোগ বাংলাদেশের সামনে


স্পোর্টস রিপোর্টার,ঢাকা: এবার বাংলাদেশ ক্রিকেট দলের সামনে একটা ভাল সুযোগ রয়েছে। টেস্টে তারা যদি ভাল করতে পারেন তাহলে আইসিসি র‌্যাংকিংয়ে বেশ কিছুটা অদল বদল হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো খেলে জিম্বাবুয়ের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ বাংলাদেশের সামনে। আইসিসি টেস্ট র‌্যাংকিং নয় নম্বরে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট ৩৯ আর দশ নম্বরে থাকা বাংলাদেশের ২১। আগামী শুক্রবার সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। ১-০ ব্যবধানে সিরিজ জিতলে ১৩ রেটিং পয়েন্ট আর ২-০ ব্যবধানে জিতলে ১৫ রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের। সেক্ষেত্রে ১০ রেটিং পয়েন্ট হারাবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ ড্র হলেও ৭ রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের, আর স্বাগতিকরা হারাবে ৪ রেটিং পয়েন্ট। ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্টই জিতলে তাদের এক রেটিং পয়েন্ট বাড়বে। সেক্ষেত্রে ২ রেটিং পয়েন্ট কমবে বাংলাদেশের।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়