বিনোদন ডেস্ক: কয়েক মাস ধরেই বেশ নীরব ভূমিকাতেই ছিলেন দেশের জনপ্রিয় ও সফল গায়ক-সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। তবে হঠাৎ করেই যেন ওপার বাংলা আর এপার বাংলায় নতুন করে ‘হৃদয়ের কথা’ গানটির মাধ্যমে জ্বলে ওঠেন তিনি। দেশী শ্রোতাদের কাছে হাবিব-ন্যান্সির এ গানটি আগে থেকেই জনপ্রিয় ছিল। এসএ হক অলিকের লেখা এ গানটি স্থান পেয়েছিলো শিরিনের ‘পাঞ্জাবিওয়ালা’ অ্যালবামের বোনাস ট্র্যাক হিসেবে। মাস দুয়েক আগেই কলকাতার আলোচিত ছবি ‘বিনদাস’-এ ‘হৃদয়ের কথা‘ গানটি স্থান পায়। তবে এবার হাবিবের সঙ্গে গানটিতে কণ্ঠ দেন ভারতের তুলসী কুমার। গানটিতে ঠোঁট মেলান ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শ্রাবন্তী। গানটি মুক্তির সঙ্গে সঙ্গেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। হাবিব যেন হঠাৎ করেই আবারও নিজের আসল রূপে ফিরে আসেন। গানটির মাধ্যমে তিনি আবার প্রমাণ করলেন, এখনও তিনি সংগীত আকাশে উজ্জ্বলতরভাবে জ্বলছেন, নিভে যাওয়ার কোন সম্ভাবনাও নেই অদূর ভবিষ্যতে। গানটির সফলতার হিসাব নিকাশ করতে অবশ্য রাজি নন হাবিব। নিজের মতো করেই এগিয়ে নিতে চান বাকি পথচলা। এরই মধ্যে একাধিক নতুন গান তৈরিতে মনোনিবেশ করেছেন গত কয়েক বছরে সবচেয়ে সফলতা পাওয়া এই সংগীত পরিচালক। হাবিব ভক্তদের জন্য সুখবর হচ্ছে অ্যালবাম ও চলচ্চিত্র এই দুই ধারাতেই আবারও কাজ শুরু করেছেন তিনি। ২০০৩ সালে হাবিব ওয়াহিদের সংগীত পরিচালনায় প্রকাশ পেয়েছিল লন্ডন প্রবাসী কায়ার অ্যালবাম ‘কৃষ্ণ’। এ অ্যালবামের মাধ্যমে সংগীতে যেন নতুন দিনের সূত্রপাত ঘটান হাবিব। অ্যালবামের প্রায় সবক’টি গানই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে সর্বমহলে। সেই কায়ার জন্যই দীর্ঘ ১০ বছর পর আবারও গান তৈরি করছেন হাবিব। বাউল সম্রাট শাহ আবদুল করিমের ‘আমি বাঁচিবো কেমনে’ শীর্ষক গানটি এরই মধ্যে কায়ার জন্য তৈরি করেছেন তিনি। একটি সংক্ষিপ্ত সফরে সম্প্রতি ঢাকা এসেছিলেন কায়া। সে সময়ই গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়। এ বিষয়ে হাবিব বলেন, কায়ার কণ্ঠ ফোক গানের জন্য বেশ ভাল। তাকে দিয়ে গাইয়ে আমি নিজের সর্বোচ্চ সন্তুষ্টিটা পাই। ‘আমি বাঁচিবো কেমনে’ গানটিও সে অসাধারণ গেয়েছে। আশা করছি ভাল লাগবে সবার। এদিকে সহসাই একক অ্যালবাম নিয়ে আসছেন না হাবিব। তবে টুকটাক করে নতুন গান তৈরির কাজ নিয়মিতই করছেন। অন্যদিকে চলচ্চিত্রের গানেও এখন যথেষ্ট মনোনিবেশ করেছেন এ তারকা। তবে আগ্রহ তখনই পাচ্ছেন যখন চলচ্চিত্রের আয়োজনটা বড় ও মানসম্পন্ন হচ্ছে। ঠিক তারই ধারাবাহিকতায় সম্প্রতি এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ শীর্ষক নতুন ছবিতে গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ করলেন। ‘আকাশ জুড়ে তোমার একটা ছবি দেখতে পাই, সকাল দুপুর রাত কি বিকেল আকাশে তাকাই’- এমন কথার গানটি লিখেছেন পরিচালক নিজে। সম্প্রতি গানটি রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। এর আগে একই পরিচালকের ‘হৃদয়ের কথা’ ছবিতে হাবিবের গাওয়া ‘ভালবাসবো বাসবো রে’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বাংলাদেশের ছবির ইতিহাসে অন্যতম জনপ্রিয় গান ধরা হয় এটিকে। চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, চলচ্চিত্রে আমি সব সময়ই কাজ করতে আগ্রহী। তবে আয়োজনটা মানসম্পন্ন হওয়া চাই। কারণ, যাচ্ছেতাই কাজ করতে চাইনি কখনও, এখনও না। সম্প্রতি ‘এক পৃথিবী প্রেম’ ছবিতে গান করেছি। অলিক ভাইয়ের সঙ্গে কাজ করতে আসলে সব সময়ই ভাল লাগে। তার আইডিয়া-পরিকল্পনা আমার সঙ্গে বেশিরভাগ সময়ই মিলে যায়। এবারের গানটি করেও অনেক ভাল লেগেছে। অনেক সুন্দর একটি মিষ্টি প্রেমের কথা লিখেছেন তিনি। আমার মনে হয় ভাল লাগবে সবার।
খবর বিভাগঃ
বিনোদন

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়