Wednesday, August 27

সম্প্রচার নীতিমালা নিয়ে হৈচৈকারীরা স্বৈরাচারের দালাল: তথ্যমন্ত্রী


স্টাফ রিপোর্টার: সম্প্রচার নীতিমালা নিয়ে যারা হৈচৈ করে তাঁরা স্বৈরাচারের দালাল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশের চলচ্চিত্র নীতিমালার রূপরেখা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের সবচেয়ে প্রভাবশালী মাধ্যম হলো চলচ্চিত্র। আর চলচ্চিত্র হতে হবে সাম্প্রদায়িকতামুক্ত, স্বৈরাচারবিরোধী ও বিশৃঙ্খলামুক্ত। বিশ্বের প্রত্যেক দেশেই চলচ্চিত্র সঠিকভাবে পরিচালনার জন্য নীতিমালা প্রণয়ন করতে হয়। আর আমরা সেটাই করেছি। তিনি বলেন, সরকার চলচ্চিত্র উন্নয়নে এফডিসিতে পর্যাপ্ত পরিমাণ ডিজিটাল প্রযুক্তি আনার উদ্যোগ নিয়েছে। তবে এক্ষেত্রে শুধু সরকার নয় বর্তমান তরুণ প্রজন্মকেও এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, সারাবিশ্বে বর্তমানে ৩৫ কোটি বাঙালী রয়েছে। বাঙালীর এ বিশাল দর্শকের জন্য তরুণ প্রজন্মকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। তিনি চলচ্চিত্র নির্মাণে কয়েকটি জিনিসকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাবি ভিসি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক, চলচ্চিত্র নির্মাতা মতিন খান, ঢাবি টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এ জে এম শফিউল আলম ভূঁইয়াসহ বিভাগের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়