বিনোদন ডেস্ক: জনপ্রিয় এক ভারতীয় মডেলকে ব্যক্তিগত কিছু কাজের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে মুম্বাই পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে মঙ্গলবার বরখাস্ত করা হয়েছে। বুধবার মহারাষ্ট্রের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানায়, মঙ্গলবার পুলিশের ডিআইজি সুনিল পরেশকারকে সাময়িক বরখাস্তের সুপারিশ করে মহারাষ্ট্র প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে রাজ্যের মুখ্যমন্ত্রী পৃত্থীরাজ চ্যাবন তার বরখাস্তের প্রস্তাব অনুমোদন করেন।
ভারতের জনপ্রিয় ওই নারী মডেলের আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বরখাস্ত করল মহারাষ্ট্র সরকার। এক কর্মকর্তা এনডিটিভিকে আরো জানান, পরেশকারকে বরখাস্ত করার প্রস্তাবটি মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী পৃত্থিরাজের কার্যালয়ে কাছে যায়। কয়েক ঘণ্টা পরই মুখ্যমন্ত্রী এটি অনুমোদন করেন।
এ প্রসঙ্গে এক পুলিশ টাইমস অব ইন্ডিয়াকে জানায়, আমাদের মৌখিকভাবে তাকে বরখাস্ত করার কথা জানান হয়েছে। তবে আমরা এখনো কোনো নির্দেশ পাইনি। পরেশকারকে কমপক্ষে ছয় মাসের জন্য বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত অব্যাহত থাকবে। তার মোবাইল ফোনের কল রেকর্ড এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়েছে বলে পত্রিকাটি জানিয়েছে। ২০১৬ সালে তার অবসরে যাওয়ার কথা ছিল।
সম্প্রতি মুম্বাইয়ের এক আদালত পরেশকারকে গ্রেপ্তারের বিরুদ্ধে আগাম জামিন মঞ্জুর করেছিলেন। অভিযোগকারী নারীর আচরণ এবং তাঁর বিভিন্ন ইমেইল বার্তা যাচাই করে তাকে জামিন দেওয়া হয়েছিল বলে জানিয়েছে এনডিটিভি। এর আগে গত ২৫ জুলাই নিজের গ্রেপ্তারের বিরুদ্ধে আগাম জামিনের আবেদন করেছিলেন পরেশকার। এ ঘটনারর এক সপ্তাহ পর তার বিরুদ্ধে আনীত ধর্ষণ মামলার এফআইআর দাখিল করে পুলিশ। সম্প্রতি ভারতের ২৫ বছরের এক উঠতি মডেল পুলিশের ওই কর্তাব্যক্তিটির বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ আনেন।
অভিযোগে তিনি বলেন, ২০১৩ সালে দুটি অনুষ্ঠানে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছিলেন ৫৭ বছরের পরেশকার। ২০১২ সালে এক মামলার সূত্র ধরে দুজনের পরিচয়। তখন পরেশকার মুম্বাই পুলিশের এডিশনাল কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে আদালতে পরেশকারে আইনজীবী এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এবং মামলার এফআইআর রিপোর্টে অহেতুক বিলম্ব করেছিলেন। চলতি মাসে পরেশকারের বিরুদ্ধে এফআইআর রিপোর্ট দাখিল হওয়ার পর তাকে পুলিশের ডিআইজির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
খবর বিভাগঃ
বিনোদন

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়