Friday, August 29

সরকার সেনাবাহিনীকে মধ্যস্ততা করতে বলেনি: নওয়াজ


কানিউজ ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, তার সরকার দেশের বিরাজমান সঙ্কট নিরসনে সহায়তা করার জন্য সেনাবাহিনীকে মধ্যস্ততা করার অনুরোধ জানায়নি। আর সেনাবাহিনীও নিজে থেকে ওই কাজে নামার আগ্রহ প্রকাশ করেনি। আজ শুক্রবার জাতীয় পরিষদে বক্তৃতাকালে তিনি একথা বলেন। সেনাবাহিনীর মধ্যস্ততাকারী ভূমিকা নিয়ে পাকিস্তানে তীব্র সমালোচনা হওয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করলেন। প্রধানমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার একটি ফোন কল পেয়েছিলেন, যাতে বলা হয়েছিল যে ইমরান খান ও তাহির-উল-কাদরি সেনাপ্রধান রাহিল শরিফের সাথে দেখা করতে চান। তিনি পার্লামেন্ট সদস্যদের জানান, তিনি বলেছিলেন যে ইমরান ও কাদরি যদি সেনাপ্রধানের সাথে বৈঠক করতে চান, তবে তাদের তা করতে দেয়া উচিত। তিনি বলেন, ‘এমনকি আমিও গতকাল (বৃহস্পতিবার) সেনাপ্রধানের সাথে বৈঠক করিনি।’ তিনি বলেন, কয়েক দিন আগে সেনাবাহিনী তাকে বলেছিল যে রাষ্ট্রীয় ভবনাদি রক্ষা করা তাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী রাজনীতিবিদদের তাদের আদর্শ জলাঞ্জলি না দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বেনজির ভুট্টোর সাথে গণতান্ত্রিক সংগ্রামে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইতোপূর্বে পাকিস্তানি মিডিয়া জানিয়েছিল, নওয়াজ শরিফও সেনাপ্রধানের সাথে বৈঠক করে তাকে রাজনৈতিক সঙ্কট নিরসনে মধ্যস্ততাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে বলেছেন। সেনাপ্রধানের সাথে তার আজ বৈঠক হওয়ার কথা রয়েছে। নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে ইমরান খান ও তাহির-উল-কাদির দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন। তারা গত বছর অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির কথা বলে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়