Friday, August 29

রাবি ছাত্রলীগ সম্পাদক তুহিনকে অব্যাহতি


নূর মুহাম্মদ রিফাত(রাবি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান প্রকৌশলীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিনকে সংগঠন থেকে অব্যাহতি দিয়ে যুগ্ম-সম্পাদক খালিদ হাসান বিপ্লবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বিভিন্ন সময়ে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে বর্তমান কমিটির যুগ্ম-সম্পাদক খালিদ হাসান বিপ্লবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।’ নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এমবিএ’র শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলার মু. হেলালউদ্দিনের ছেলে তিনি। উল্লেখ্য, চাঁদা না দেওয়ায় বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ভিসির দফতরে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি তন্ময় আনন্দ অভি, ছাত্রলীগকর্মী মামুন-অর-রশিদসহ ১০-১২ নেতাকর্মীরা। এতে নেতৃত্বে দেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিন। তবে হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে তুহিনকে অব্যহতি দেয়া হলেও অন্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়