Friday, August 29

শনিবার ফারুকীর দাফন, রোববার সারাদেশে হরতাল


স্টাফ রিপোর্টার: মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার সারা দেশে হরতালের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রসেনা। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে মিছিল করে ছাত্রসেনার নেতা-কর্মীরা। এ সময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবির পাশাপাশি রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহ্বান জানায়। মিছিলটি প্রেসক্লাব হয়ে জাতীয় ঈদগাঁও ময়দানে এসে শেষ হয়। এদিকে শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে রাজধানীর জাতীয় ঈদগাঁও ময়দানে মাওলানা ফারুকীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পঞ্চগড়ে বড়শ্বশীতে নিজ গ্রামে পঞ্চমবারের জানাজা শেষে তাকে দাফন করা হবে। জাতীয় ঈদগাঁও ময়দানে মাওলানা নূরুল ইসলাম ফারুকীর নামাজে জানাজায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতাকর্মীসহ তার ভক্ত ও অনুসারীরা অংশ নেয়। বায়তুল মোকারমের খতিব মাওলানা মো. সালাহ উদ্দিন জানাজা নামাজ পরিচালনা করেন। বুধবার রাতে ফারুকীকে (৬০) রাজধানীতে নিজের বাসায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সেই রাতেই ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যদিও মামলায় আসামি হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়