ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৬৯ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ও জাসাস কেন্দ্রীয় কমিটি আয়োজিত কেক কাটা কর্মসূচি পন্ড হয়ে গেছে। আজ শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে কেক কাটার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকায় কথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ও ব্যারিস্টার মওদুদ আহমদ।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে দেখা যায়নি।
সরেজমিনে দেখা গেছে, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতি বছরের ন্যায় এবারও কেক কেটে জন্মদিন পালনের প্রস্তুতি নিলেও পুলিশের বাঁধায় তা হতে পারেনি। শেষ পর্যন্ত মহিলা দল ও জাসাস কেন্দ্রীয় কমিটি অনুষ্ঠান বাতিল করেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে কোনো নেতাকর্মীকে ঢুকতে দেয়নি। অফিসের গেটে অবস্থান নিয়েছে পুলিশের প্রিজন ভ্যান। প্রস্তুত রাখা হয়েছে জলকামান।
নেতাকর্মীদের কার্যালয়ের সামনে ও আশেপাশে দাঁড়াতেই দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমনকি সাধারণ জনগণের পরিচয়েও কাউকে আশপাাশ দিয়ে যেতেও দিচ্ছে না।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিরাপত্তার স্বার্থে নেতাকর্মীদের অবস্থান করতে নিষেধ করা হচ্ছে। আমরা কাউকে সড়িয়ে দিচ্ছি না।
পুলিশী সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমানে আগে থেকে অবস্থান নেয়া মহিলা দলের নেত্রীদেরকে সরে যেতে বাধ্য করেছে বলে অভিযোগ করেছেন নারী নেত্রীরা।
তবে কোনো এক ফাঁকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিতর ঢুকতে সক্ষম হয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। প্রতিবেদনটি লেখা পর্যন্তু তারা দলীয় কার্যালয়ে অবস্থান করছেন।
(ঢাকাটাইমস
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়