Saturday, August 30

কানাইঘাটে সড়কের বেহাল দশা


নিজস্ব প্রতিবেদক: 
দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে কানাইঘাট উপজেলার ব্যস্ততম প্রধান প্রধান সড়কগুলোর বেহাল অবস্থা বিরাজ করছে। বাড়ছে চরম জনদূর্ভোগ। প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। উপজেলা সদর থেকে কানাইঘাট-চতুল-দরবস্ত পর্যন্ত ১০ কিলোমিটার এবং কানাইঘাট-গাজী বুরহান উদ্দিন সড়কের গাছবাড়ী বাজার পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক জুড়ে একাধিক স্থানে বড় বড় গর্ত ও রাস্তা জুড়ে খনাখন্দের সৃষ্টি হওয়ায় এ দুটি সড়ক দিয়ে প্রতিদিন শত শত ভারী ও হালকা যানবাহন ঝুঁকির মধ্যে যাতায়াত করছে। জনদুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া হাজার হাজার শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে টেকসই সংস্কারের অভাবে এ দুটি সড়কের এতোই বেহাল অবস্থা বিরাজ করছে যা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। বিশেষ করে কানাইঘাট পৌরসভার অন্তর্ভুক্ত কানাইঘাট বাজার থেকে উপজেলা প্রশাসন চত্ত্বর ও থানার সম্মুখ সড়ক জুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এ বর্ষা মৌসুমে হাটু পানি রাস্তায় জমে একাকার হয়ে গেছে। দেখলে মনে হবে যেন রাস্তা নয় সরু খাল। জীবনের চরম ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে বর্তমানে। রাস্তার গর্তে আটকে অনেক সময় যানবাহন বিকল হয়ে যায়। এ ছাড়া সড়ক দূর্ঘটনাতো লেগেই আছে। বিগত মহাজোট সরকারের শেষের দিকে সড়ক ও জনপদের উদ্যোগে কয়েক কোটি টাকা ব্যয় করে কানাইঘাট-চতুল-দরবস্ত সড়কের সংস্কার হলেও দু-মাস যেতে না যেতেই রাস্তা জুড়ে গর্তের সৃষ্টি হয়। পিচ উঠে খনাখন্দে ভরপুর হয়ে যায়। এ দুটি সড়কের গুরুত্বপূর্ণ ২৮ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা তুলে ধরে সম্প্রতি যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের’র দৃষ্টি আকর্ষণ করে সিলেটের একটি অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র লুৎফুর রহমান বলেন, জনগণ আমাদের থুথু দিচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় মুখ দেখাতে পারছি না। এমন বক্তব্য তুলে ধরে দ্রুত রাস্তা সংস্কারের দাবী জানান মন্ত্রীর কাছে। মন্ত্রী মহোদয় দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও অদ্যাবধি পর্যন্ত তার প্রতিফলন ঘটেনি। যার কারণে স্থানীয় ভাবে সরকারের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন হচ্ছে বলে আওয়ামীলীগের নেতাকর্মীরা জানিয়েছেন। সম্প্রতি বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে সড়ক দুটির ভাঙ্গা ও জরাজীর্ণ স্থান দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধনের মতো কর্মসূচি পালিত হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি কানাইঘাট নিউজকে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে উর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপরে বরাবরে পত্র প্রেরণ করা হয়েছে। অর্থ বরাদ্দ হলেই রাস্তার কাজ শুরু করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়