Wednesday, August 13

বিএনপির আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী সচেতন: শিল্পমন্ত্রী


স্টাফ রিপোর্টার: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপির আন্দোলন দমনে সরকারের সব রকম প্রস্তুতি রয়েছে। বুধবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আন্দোলনের নামে এবার কোনো সহিংসতা করতে দেওয়া হবে না। জনগণের জানমাল নষ্ট করলে সরকার কঠোর হাতে তা দমন করবে। আইনশৃঙ্খলা বাহিনী সচেতন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিমের সভাপতিত্বের বক্তব্য রাখেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম শামছুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সাবেক নেতা বলরাম পোদ্দার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোবারক আলী শিকদার প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়