Thursday, August 28

৩০ আগস্টের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান কামরুলের


স্টাফ রিপোর্টার : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৩০ আগস্টে ঘোষিত মানববন্ধন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের শোক দিবসের আলোচনা সভা সফল করতে এক বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান। কামরুল বলেন, ৩০ আগস্ট আ্ওয়ামী লীগের পূর্ব নির্ধারিত কর্মসূচি। হঠাৎ করে কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। অযথা হানাহানির চেষ্টা করবেন না। আপনাদের প্রতি বিনীত আবেদন, আপনারা ওইদিনের কর্মসূচি প্রত্যাহার করুন। তিনি বলেন, আপনাদের যদি সংঘাত, সন্ত্রাস ও ঝগড়ার ইচ্ছা না থাকে তবে ওইদিনের কর্মসূচি প্রত্যাহার করুন। ওইদিন ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল আসবে। সেখানে কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করলে সমুচিত জাবাব দেওয়া হবে। তিনি বলেন, আমরা জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করছি না, করতে চাই না। তারা আমাদের নেতা-নেত্রীদের নিয়ে মিথ্যাচার করছে। এতে কোনো লাভ হবে না। পারও পাওয়া যাবে না। বর্ধিত সভায় ৩০ আগস্টের আলোচনা সভার শৃঙ্খলা রক্ষার্থে দিকনির্দেশনা দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো: সেলিম এমপি, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়