নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প এর অধীনে কানাইঘাট উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে এ্যাসিসটিভ ডিভাইজ (হুইল চেয়ার ও চশমা) বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার বেলা ২টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ইউটিডিসি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ। অনুষ্ঠান শেষে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে চারটি হুইল চেয়ার এবং চশমা বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, প্রতিবন্ধীরা সমাজের বুঝা নয়, তারা আমাদের সন্তান। তাদেরকে হেয়প্রতিপন্নের চোখে না দেখে সমাজের মূলস্রোতে সম্পৃক্ত করতে হবে। প্রতিবন্ধীরা শিক্ষার উপযুক্ত পরিবেশ পেলে সমাজের জন্য ভাল উদাহরণ সৃষ্টি করতে পারবে। তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সবসময় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বিশেষ খবর
শিক্ষাঙ্গন

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়