স্পোর্টস রিপোর্টার,ঢাকা: ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। প্রথম সেট পিছিয়ে থেকেও জয় তুলে নেন রাশিয়ান এ টেনিস তারকা। রোমানিয়ান আলেকজান্দ্রার বিপক্ষে শারাপোভা তেমন সুবিধা করে উঠতে পারেন নি প্রথম সেটে। ৬-৪ গেমে হেরে পিছিয়ে পড়েন তিনি। তবে, পরের সেটে ঘুরে দাঁড়ান শারাপোভা। পিছিয়ে থেকে ৪-৬, ৬-৩, ৬-২ সেটে জয় নিয়ে তৃতীয় রাউন্ডে উঠেন শারাপোভা।
অন্য দিকে জয় পেয়েছেন রোমানিয়ার টেনিস তারকা সিমোনা হালেপ। তিনি ৬-২, ৬-১ সেটে সরাসরি হারিয়ে দেন স্লোভাকিয়ার জানা কাপেলোভাকে। এ জয়ের মাধ্যমে হালেপও উঠেছেন তৃতীয় রাউন্ডে।
খবর বিভাগঃ
খেলাধুলা

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়