Sunday, July 27

হাজার বছরের চেয়েও বেশি পুণ্যময় রাত আজ


কানিউজ ডেস্ক: আজ শুক্রবার ২৬ রমজান দিবাগত রাতে হাজার বছরের চেয়ে বেশি পুণ্যময় পবিত্র শবেকদর। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র শবেকদর মহিমান্বিত একটি রাত। এই রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। এবার জুমাতুল বিদার রাতেই পবিত্র শবেকদর পালিত হচ্ছে। সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল ও গুনাহ মাফের রাত হিসেবে শবেকদরের ফজিলত অতুলনীয়। এই রাতে পবিত্র কোরআন নাজিল হয় এবং এই রাতকে কেন্দ্র করে ‘আল কদর’ নামে একটি সুরাও অবতীর্ণ হয়। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের ন্যায় বাংলাদেশের মুসলমানগণ নিজেদের গুনাহ মাফ ও অধিক সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার করে মোনাজাদের মধ্য দিয়ে রাত অতিবাহিত করবেন। পবিত্র শবেকদর উপলক্ষে সকল মসজিদে মসজিদে ওয়াজ, মিলাদ, দোয়া দরুদ, জিকির আজকার, নামাজ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। পবিত্র এই রাতে অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করবেন। ‘হাজার রাতের চেয়েও উত্তম’ পবিত্র শবেকদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্য রজনী। এ রজনী আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীর রজনী। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকারমসহ দেশের সব মসজিদে রাতব্যাপী বিশেষ ইবাদত বন্দেগী, ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরী মোনাজাতের আয়োজন করা হয়েছে। পবিত্রতম রজনী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, ‘হাজার মাসের চেয়েও উত্তম’ পবিত্র লাইলাতুল কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনি। মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল-কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়। বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পবিত্র কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ-শান্তির পাশাপাশি আখিরাতের মুক্তির পথ দেখায়। তিনি বলেন, সিয়াম সাধনার মাস রমজানের মহিমান্বিত রাত লাইলাতুল কদর। এই রাতে মানব জাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাজিল হয়। শেখ হাসিনা বলেন, পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, বরকত ও মাগফেরাত। তিনি এই পবিত্র রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও এ উপলক্ষে বাণী দিয়েছেন। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ সকাল ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত আলোচনা, ইবাদত-বন্দেগিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত শবেকদরের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, বেলা ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত পবিত্র কোরআনের ২৬তম প্যারার তাফসির, রাত ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত পবিত্র কোরআনের ৩০ম প্যারার সংক্ষিপ্ত আলোচনা, রাত সাড়ে ১০টায় থেকে সাড়ে ১১টা পর্যন্ত শবেকদর : আলোচনা ও মিলাদ মাহফিল এবং রাত ১২ থেকে ৩টা পর্যন্ত কিয়ামুল রাইল (বিশেষ মোনাজাত)।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়