স্পোর্টস রিপোর্টার,ঢাকা: আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার ডিয়াগো ম্যারোডোনা মানেই সব সময় অন্য কিছু। বিতর্ক যেন তার পিছু পিছ’ চলছে। ফের গোল করতে চলেছেন ম্যারাডোনা। খেলার ময়দানে ছেড়ে ৫৩ বছরের দিয়াগো ম্যারাডোনা এখন অনবরত প্রেম করেই চলছেন । বান্ধবী রোসিও অলিভার সবে প্রাক্তন হয়েছেন তার মাঝেই ফের প্রেমে পড়লেন আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলার। ম্যারাডোনার নতুন প্রেমিকার নাম ইভা আমোদিয়ো । ২৫ বছরের স্বর্ণকেশী ইভা হলেন সাংবাদিকতার ছাত্রী। বুয়েনস আয়রসের এক নাইট ক্লাবে ম্যারাডোনার সঙ্গে অতি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করেছেন ইভা।
এরপরেই জোর জল্পনা শুরু হয়। আর্জেন্টিনার সাংবাদিকরা দাবি করেন ইভার সঙ্গে বেশ কয়েক দিন ধরেই ডিয়াগোকে দেখা যাচ্ছে। এক সাংবাদিক এমনও লেখেন, রোসিও যেভাবে ম্যারাডোনাকে আঘাত করেছেন, তাতে নতুন প্রেম অবশ্যই দরকার ছিল ওর। কারণ ম্যারাডোনা এমন একজন আবেগপ্রবণ মানুষ যিনি প্রেম ছাড়া বাঁচতে পারবেন না।
অবশ্য ইভা নিজের ওয়েবসাইটে ওইরকম ছবি পোস্ট করার পর লিখেছেন, উনি একজন অসাধারণ মানুষ। তবে ওর সঙ্গে আমার বন্ধুত্ব ছাড়া বিশেষ কিছু নেই। নিজের ওয়েবসাইটে এক জায়গায় ইভা এমনও লিখেছেন নিজের বাবার বয়সী লোকের সঙ্গে প্রেম করার ইচ্ছা তার নেই। তবে এতে জল্পনা কমছে না। কারণ ম্যারাডোনার আগের দুজন প্রেমিকার বয়সও তার চেয়ে বেশ কমই ছিল। আগের প্রেমিকা রোসিওর বয়স ছিল ২২।
এই সম্পর্ক যদি সত্যি হয় তাহলে সরকারিভাবে ইভা হবেন ম্যারাডোনার চতুর্থ বান্ধবী।
1578012_3_jpg799bad5a3b514f096e69bbc4a7896cd9
প্রাক্তন বান্ধবীর বিরুদ্ধে দুবাইয়ের বাড়ি থেকে বহু মূল্যবান ঘড়ি, অলংকার, হীরের দুল চুরির অভিযোগই করে ছিলেন ম্যারাডোনা। যার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল অলিভাকে। রোসিও পাল্টা অভিযোগ করে বলেছিলেন, ম্যারাডোনাই তাকে ফাঁসিয়েছেন। ২২ বছরের রোসিও ম্যারাডোনার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের পাল্টা অভিযোগ এনেছিলেন।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গোলকিপার দাভিদ ডি গিয়ার সঙ্গে রোসিওর ঘনিষ্ঠতা জেরে ম্যারাডোনার সঙ্গে এই বিবাদ শুরু হয়েছিল।
এখন দেখা যাক নতুন প্রেম কতদিন টেকে নাকি এটাকে রেখেই অন্য আরেকজনের দিকে ধাবিত হবেন চির প্রেমিক ম্যারাডোনা।
খবর বিভাগঃ
খেলাধুলা

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়