Thursday, July 24

১১০ আরোহী নিয়ে আলজেরীয় বিমানটি নাইজার নদীতে ‌’বিধ্বস্ত’

অনলাইন ডেস্ক: আলজেরিয়ার জাতীয় বিমান সংস্থা এয়ার আলজেরিয়ার বিমানটি আফ্রিকার নাইজার নদীতে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
বুর্কিনা ফাসোর রাজধানী অউগাদৌগৌ থেকে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে উড্ডয়নের ৫০ মিনিট পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিমানটি এখন রীতিমতো নিখোঁজ।তবে বিমানটিতে ঠিক কতোজন যাত্রী ছিল তা জানানি।তবে একটি সূত্র জানিয়েছে বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে আরোহীর সংখ্যা ১১০জন।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বৃহস্পতিবার দুপুরে এ খবর জানিয়েছে।
-

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়