Tuesday, November 5

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে পাকিস্তান

ঢাকা:নভেম্বর মাসের শেষের দিকে তিনটি ওয়ানডে ও দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে পাকিস্তান। ক্রিকেট সাউথ আফ্রিকা ও পাকিস্তান ক্রিকেট বোর্ড মঙ্গলবার এ সিরিজের ঘোষণা দেয়। ভারত দক্ষিণ আফ্রিকা সফর সংক্ষিপ্ত করায় দ্বিপক্ষীয় ওই সিরিজ আয়োজনের সুযোগ পাওয়া যায়। ১৫ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের চলমান সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকায় যাবে দুই দল। ৫ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। আর আগামী ১১ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেবে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকায় শুরুতে ভারতের তিনটি টেস্ট, সাতটি ওয়ানডে ও দুটি টি টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু পরে তা দুই টেস্ট ও তিন ওয়ানডেতে কাটছাঁট করে ভারত। এর ফলে দক্ষিণ আফ্রিকা বোর্ডের প্রায় ২ কোটি ডলার ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের এই সফরে ক্ষতি কিছুটা পোষাতে পারে বলে আশা করছে দক্ষিণ আফ্রিকা।

ডিনিউজবিডি/সোহেল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়