Friday, October 4

শনিবার কসবা উপজেলা যুবলীগের সম্মেলন


ব্রাহ্মনবাড়িয়া: ভোটার তালিকা নিয়ে দু’পক্ষের টান টান উত্তেজনার মধ্য দিয়ে দীর্ঘ ১০ বছর পর শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আওয়ামী-যুবলীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলনকে সামনে রেখে এক পক্ষের মধ্য বিরাজ করছে উৎসব আমেজ। অপরপক্ষের মধ্যে রয়েছে তীব্র ক্ষোভ ও উত্তেজনা। সম্মেলন উপলক্ষে ভোটার তালিকাকে অগঠনতান্ত্রিক উল্লেখ করে সেই ভোটার তালিকা বাতিলের দাবি জানিয়ে সম্মেলন প্রতিরোধের ঘোষণা দিয়েছে একপক্ষ। ইতিমধ্যেই ভোটার তালিকা বাতিল করার জন্য উপজেলা সদরে বিক্ষোভ করেছে একপক্ষ (সাধারণ সম্পাদক গ্র“প)। অন্যদিকে সম্মেলনকে সফলের আহবান জানিয়ে গত বৃহষ্পতিবার রাতে উপজেলা সদরে মিছিল করেছে অপরপক্ষ (সভাপতি গ্র“প)। 
উপজেলা যুবলীগের নেতাকর্মীরা জানান, ২০০৩ সালের অক্টোবরে কসবা উপজেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১০ বছর পর শনিবার উপজেলা পরিষদ মাঠে সম্মেলনের অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ শাহআলম। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকার কথা রয়েছে। ২১৬ জন ভোটারের সরাসরি ভোটে নতুন সভাপতি/সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। এর মধ্যে ১১ ইউনিয়নের ১৫ জন করে, পৌরসভা ইউনিটের ১৫ জন ও উপজেলা যুবলীগের মূল কমিটির ৪১ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। সম্মেলনের ভোটার তালিকা তৈরি করতে গিয়ে যুবলীগের তৃণমূল পর্যায়েও বিরোধ দেখা দেয়। জেলা যুবলীগ নেতৃবৃন্দ গত ২ অক্টোবর ২১৬ জনের একটি ভোটার তালিকা তৈরি করেন। এই ভোটার তালিকাকে একপেশে আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানায়।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু জাহের বলেন, ভোটার তালিকা একপেশে হয়েছে। গঠনতন্ত্র মোতাবেক যারা ভোটার হতে পারেন না তাদের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ দিলেও জেলা কমিটি তা কর্ণপাত করেনি। বরং সম্মেলনের মাত্র দু’দিন আগে একটি ভোটার তালিকা প্রকাশ করে। যা তৃণমূলের নেতা-কর্মীরা কোনোভাবেই মেনে নেবে না। 
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি এম.জি হাক্কানি বলেন, জেলা নেতৃবৃন্দ গঠনতন্ত্র মোতাবেক ইউনিয়নের নেতৃবৃন্দের কাছ থেকে নাম নিয়ে তালিকা তৈরি করেছে। আমরা সম্মেলন সফল করার প্রস্তুতি নিচ্ছি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়