Tuesday, September 10

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে সরকারকে বাধ্য করা হবে: মজিবর রহমান

ঝালকাঠি : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এ্যাড. মজিবর রহমান সরোয়ার এমপি বলেছেন, আওয়ামী মহাজোট সরকার একের পর এক দুর্নীতিগ্রস্ত হয়ে জনগণের উপর তাদের আস্থা হারিয়ে ফেলেছে। মতিঝিল শাপলা চত্ত্বরে হেফাজতের রক্তে রঞ্জিত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সাঈদীসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে ফাঁসির রায় দেয়ায় জনগণ এখন আর আ’লীগ সরকার চায় না। ৬ টি সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলের মাধ্যমে সরকারকে লাল কার্ড দেখানো হয়েছে। বর্তমান নির্বাচন কমিশন কাঠের পুতুল। তাকে সরকার যেমন নাচায় তেমনি নাচে। যার জন্য সরকারের ইশারায় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দিচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে আ’লীগকেই নির্বাচন করতে দেয়া হবে না। প্রয়োজনে দক্ষিনাঞ্চলের সব মানুষ ঢাকায় গিয়ে ঘেরাও কর্মসূচী পালন করে রেলপথ, স্থল পথ, আকাশ পথ, নৌপথসহ সবকিছু বন্ধ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে সরকারকে বাধ্য করা হবে। ঝালকাঠি জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী ভবন হলরুমে জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ব্যারিষ্টার শাহজাহান ওমর এতে সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল মন্টু, এ্যাড. মমিন উদ্দিন খলিফা, জেলা জামায়াতের আমীর এ্যাড. হাফিজুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মেহেদী হাসান খান বাপ্পী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু প্রমুখ। তবে এ প্রতিনিধি সভায় জেলা যুবদলের সভাপতি এম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম তালুকদার, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক দীন ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক সরদার সাফায়াত হোসেন ও জেলা তৃণমূল দলের সভাপতি সোহাগ ও সম্পাদক মাইসুল উপস্থিত ছিলেননা। এবিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম তালুকদার জানান, ম্যাডাম জিয়ার প্রোগ্রামে শাহজাহান ওমর রাজাপুর-কাঠালিয়া থেকে লোকজন এনে প্রতিনিধি সভা করেছে। আমাদের সেখানের ডেলিগেট কার্ড দেয়া হয়নি। তাই আমরা যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল এবং তৃণমূল দল প্রতিনিধি সভা বয়কট করেছি। প্রধান অতিথিকে শহরের প্রবেশদ্বার পেট্রোলপাম্প মোড়ে আমরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিযোগের কথা বলেছি। 
ঝালকাঠি জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন এ্যাড. মজিবর রহমান সরোয়ার এমপি।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়