Sunday, August 18

পূর্ব সুন্দরবনের নদীতে অজ্ঞাত লাশ ভাসছে


শরণখোলা (বাগেরহাট): পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকায় নদীতে  অজ্ঞাত পরিচয়ের এক যুবকের একটি লাশ ভাসছে। লাশটি এখনো উদ্ধার করা হয়নি।
সুন্দরবন থেকে ফিরে আসা শরণখোলা উপজেলার বগী গ্রামের জেলে আবু সালেহ্ জা‎নান, ৪/৫ দিন ধরে পূবর্ সুন্দরবনের বগী ষ্টেশন আওতাধীন ডুমুড়িয়া টহল ফাঁড়ি এলাকার বলেশ্বর নদীতে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ তিনি ভাসতে দেখেছেন। তার গাঁয়ে ডোরাকাটা গেঞ্জি ও জিন্সের শর্ট প্যান্টপরিহিত অবস্থায়  রয়েছে। জেলেদের ধারনা, গত এক সপ্তাহ পূর্বে সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বনদস্যু বাহিনী প্রধান রুবেল তার ভাইসহ জেলেদের হাতে নিহত হয়। এসময় রুবেলের ভাই সোহেলের লাশ পাওয়া গেলেও রুবেলে লাশ এখানো উদ্ধার হয়নি। এব্যাপারে বনবিভাগের বগী ষ্টেশন কর্মকর্তা মোসলেম আলী জানান, বিষয়টি তার জানা নেই। তবে, খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে। --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়