Tuesday, August 27

শেখ হাসিনার নির্দেশে ইউনূসকে অবৈধভাবে লাইসেন্স দিয়েছিলাম : নাসিম

ঢাকা : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিদেশী কূটনৈতিকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমরা জানি আপনারা আমাদের নিয়ে উদ্বিগ্ন। তবে, এখনই উদ্বিগ্ন হবার সুযোগ নেই। অপেক্ষা করুন। আমরা নির্বাচন করি, প্রয়োজনে পর্যবেক্ষক দল প্রেরণ করেন। সুষ্ঠু নির্বাচন না হলে পরে অভিযোগ করবেন।’

তিনি আরও বলেন, বন্ধুদের বলতে চাই দয়া করে আমাদের দেশের বিষয়ে হস্তক্ষেপ করবেন না। আমাদের দেশ চলবে দেশের জনগণের কথায়। 

মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

ইউনূস সম্পর্কে নাসিম বলেন, ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তিনি ড. মোহাম্মদ ইউনূসকে অবৈধভাবে মোবাইল ফোনের লাইসেন্স দিয়েছিলেন। তিনি বলেন, ‘যোগ্যতা অনুসারে ড. ইউনূসের আবেদনটি চতুর্থ স্থানে থাকলেও নেত্রীর (শেখ হাসিনা) নির্দেশে আমি তাকে লাইসেন্স দিয়েছিলাম।’

তিনি বলেন, অবৈধভাবে মোবাইল ফোনের লাইসেন্স দেয়ায় চারদলীয় জোট সরকার আমলে তার বিরুদ্ধে মামলাও হয়েছিল।
 
নাসিম বলেন, ‘ড. ইউনুস সম্মানিত লোক। তিনি আমাদের গৌরব। তাকে কোন দলের পক্ষে দেখতে চাই না। তিনি সবার।’

সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যথা সময়ে অন্তবতী সরকারের অধীনেই নির্বাচন হবে। এ নিয়ে কারো আর কোন কথা বলার সুযোগ নেই।’
 
ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি ফুয়াদ হাসান পল্লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইপের সঞ্চলনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ঢাকা কলেজের অধ্যক্ষ আয়েশা বেগম, আওয়ামী লীগের কেন্ত্রীয় সদস্য এসএম কামাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়