Wednesday, August 21

২১ আগস্ট সমরাস্ত্র ব্যবহার করা হয়েছিল

ঢাকা: যুদ্ধক্ষেত্রে যে অস্ত্র ব্যবহার করা হয় সেই অস্ত্র ২১ আগস্ট সাধারণ মানুষের ওপর ব্যবহার করা হয়েছিল বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

হামলার ঘটনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, 'আমাকে মারার উদ্দেশে এ অস্ত্র ব্যবহার করা হয়েছিল। যুদ্ধের ময়দানে যে গ্রেনেড ব্যবহার করা হয়- একটি সভ্য সমাজে প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে সেই রকম ১৩টি গ্রেনেড ছোড়া হয়েছিল। কিন্তু জীবন দেয়া ও নেয়ার মালিক আল্লাহ।'

বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একুশে আগস্ট উপলক্ষে আয়োজিত এক শোকসভায় শেখ হাসিনা এ কথা বলেন।

বিএনপি-জামায়াত-হেফাজত সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, 'যারা প্রকাশ্য দিবালোকে এ ধরনের হত্যাযজ্ঞ চালাতে পারে, তারা দেশের মঙ্গল কতটুকু করবে? বিএনপি-জামায়াত মানেই খুন-ধর্ষণ-রাহাজানি।'

প্রধানমন্ত্রী বলেন, ‘একুশে আগস্টের মতো ঘটনা আমি আর কখনো চাই না। আপনারা দেখেছেন, আমাদের শাসনামালে বিরোধী দলের ওপর কোনো ধরনের গ্রেনেড বা সন্ত্রাসী হামলা হয় না। সন্ত্রাস, খুন, ধর্ষণ একমাত্র তাদের আমলেই হয়।'

সমাবেশে আসা ব্যক্তিদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আজ কত চেনা মুখ দেখছি না। আইভি আপা সামনেই বসতেন। তাকে দেখছি না।’

ওই হামলায় নিহতদের স্মরণে বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর ওই হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় তিনি মোনাজাতে অংশ নেন।

প্রধানমন্ত্রী ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের ৫০টি পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।

সমাবেশে মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগ ও ১৪ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলামেইল২৪ডটকম/এ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়