নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে সরকারী ভাবে বিতরণকৃত ডীপ টিউবওয়েল অতি নিম্নমানের রিং পাইপ ব্যবহারের কারনে বিশুদ্ধ পানির বদলে দূর্গন্ধ আয়রনযুক্ত পানি বের হওয়ার অভিযোগ পাওয়া গেছে। কানাইঘাট সদর ইউপির উমাগড় গ্রামের আহমদ হোসেনের পুত্র ফয়জুর রহমান মুহরী জানান, প্রায় দুই মাস পূর্বে সরকারীভাবে পাওয়া একটি ডীপ ডিউবওয়েল গ্রামবাসীর বিশুদ্ধ পানি সরবরাহের সুবিধার্থে তার বাড়ীর পাশে বসানো হয়। ডীপ টিউবওয়েল বসানোর সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের কোন কর্মকর্তা সেখানে কাজ তদারকিতে যান নি। যার ফলে টিউবওয়েলের উপরের অংশে মাত্র ৪ফুট জি.আই পাইপ এবং অবশিষ্ট ৬৫০ফুট গভীর অতি নিুমানের পাতলা রিং পাইপ ব্যবহারে ফলে শুরু থেকে দুর্গন্ধ ও আয়রণযুক্ত পানি বের হওয়ায় পানি খাবার অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য ফয়জুর রহমান স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে সরকারীভাবে বরাদ্ধকৃত ডীপ টিউবওয়েল স্থাপনে অনিয়ম দুর্নীতির মাধ্যমে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় অনেক টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে।
কানাইঘাটে সরকারী ভাবে বিতরণকৃত ডীপ টিউবওয়েল অতি নিম্নমানের রিং পাইপ ব্যবহারের কারনে বিশুদ্ধ পানির বদলে দূর্গন্ধ আয়রনযুক্ত পানি বের হওয়ার অভিযোগ পাওয়া গেছে। কানাইঘাট সদর ইউপির উমাগড় গ্রামের আহমদ হোসেনের পুত্র ফয়জুর রহমান মুহরী জানান, প্রায় দুই মাস পূর্বে সরকারীভাবে পাওয়া একটি ডীপ ডিউবওয়েল গ্রামবাসীর বিশুদ্ধ পানি সরবরাহের সুবিধার্থে তার বাড়ীর পাশে বসানো হয়। ডীপ টিউবওয়েল বসানোর সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের কোন কর্মকর্তা সেখানে কাজ তদারকিতে যান নি। যার ফলে টিউবওয়েলের উপরের অংশে মাত্র ৪ফুট জি.আই পাইপ এবং অবশিষ্ট ৬৫০ফুট গভীর অতি নিুমানের পাতলা রিং পাইপ ব্যবহারে ফলে শুরু থেকে দুর্গন্ধ ও আয়রণযুক্ত পানি বের হওয়ায় পানি খাবার অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য ফয়জুর রহমান স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে সরকারীভাবে বরাদ্ধকৃত ডীপ টিউবওয়েল স্থাপনে অনিয়ম দুর্নীতির মাধ্যমে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় অনেক টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়