Thursday, May 9

খোকার বাড়িতে পুলিশের তল্লাসী, পার্থর বাসা ঘেরাও

ঢাকা : বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার গোপীবাগের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।
অপরদিকে ঘিরে রাখা হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থর বাসাও।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে একদল পুলিশ থোকার বাড়িতে যায়, ১২টা পর্যন্ত তারা তল্লাশি চালিয়ে ফিরে যায় বলে ঢাকা মহানগর বিএনপির নেতা মনির জানিয়েছেন।

কী কারণে ওই তল্লাশি সে বিষয়ে পুলিশের কেউ মুখ খোলেননি। খোকাও ওই বাড়িতে ছিলেন না।

ওয়ারি থানার ওসি তপন চন্দ্র দাসের কাছে অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি সাড়ে ১১টার দিকে বলেন, “গোয়েন্দা ‍পুলিশ অভিযান চালাচ্ছে। আমরা তাদের সহযোগিতা করছি মাত্র। এর বেশি কিছু জানি না।”

গোয়েন্দা পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাতে সাড়া পাওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমানকে টেলিফোন করা হলে তিনিবলেন, তিনি বিষয়টি জেনে তারপর জানাচ্ছেন।

কিন্তু এর এক ঘণ্টার মধ্যে তাকে অনেকবার কল করা হলেও তিনি তা ধরেননি।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ এবং যুগ্ম কমিশনার (পুলিশ কমিশনারের মুখপাত্র) মনিরুল ইসলামকে ফোন করেও পাওয়া যায়নি।

খোকার বাড়িতে অভিযানের সময় বারিধারায় বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমানের বাড়ির সামনেও পুলিশ অবস্থান নিয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের একটি দল বিজেপি।

এদিকে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বুধবার রাতে গাজীপুরে কাশিমপুর কারাগার থেকে বের হওয়ার পর সাদা পোশাকধারী পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করেছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা।

এদিন কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, মাহাবুবুল হক নান্নু এবং স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মুনির হোসেন।

আলালের সহকারী জাহাঙ্গীর জানান, রাত ১০টা ৫০ মিনিটে কারাগার থেকে মুক্তির পর ফটকের সামনে দাঁড়ানো সাদা মাইক্রোবাসে আলালকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের একটি দল।

জাহাঙ্গীর জানান, আলালকে বেইলি রোডে গোয়েন্দা পুলিশের সদর দপ্তরে নেয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়