Monday, May 6

দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ

হেফাজত ইসলামের সমাবেশ সরাসরি সম্প্রচার ও ধর্মীয় উস্কানির অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার ভোরে চ্যানেল দু’টির অফিসে গিয়ে বিটিআরসির কর্মকর্তারা সম্প্রচার বন্ধ করে দেন।
সকালে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন চ্যানেল দু’টির ঊর্ধতন কর্তৃপক্ষ।
বিটিআরসি ও গোয়েন্দাবাহিনীর সূত্রে জানা গেছে, হেফাজত ইসলামের সমাবেশ সরাসরি সম্প্রচার ও ধর্মীয় উস্কানির অভিযোগে সাময়িকভাবে চ্যানেলটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের উচ্চ পর্যায় থেকে।
শিগগিরই চ্যানেল দু’টি চালু হচ্ছে না বলেও জানিয়েছে সূত্রটি।(বাংলা পোষ্ট)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়