Monday, March 18

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ রক্ত চান : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোমবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর ওপর বিএনপি-জামায়াতের হামলার তীব্র সমালোচনা করেছেন । তিনি বলেন,দেশের মানুষ কোনো রক্তপিপাসুকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবে না। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ রক্ত চান। তাকে মনে রাখতে হবে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যাবে না। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ সমালোচনা করেন। প্রধানমন্ত্রী বলেছেন, পুলিশ জনগণের নিরাপত্তার জন্য কাজ করছে। কিন্তু বিএনপি-জামায়াত তাদের গুলি করে, পিটিয়ে হত্যা করছে। পুলিশ কি দোষ করেছে, কি অপরাধ তাদের? তারা একদিকে পুলিশ হত্যা করে, অন্যদিকে জাতিসংঘে যেন পুলিশ না যায় তার জন্য আহ্বান জানায়।



তিনি বলেন, আমাদের সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সাত হাজার ৬০০ পুলিশ পাঠানো হয়েছে। আর তাদের সময় মাত্র ৪৫০ জন পুলিশ সদস্য পাঠানো হয়েছিল। পুলিশের ওপর এতো গোস্বা কেন। জনগণের জানমালের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য যে কোনো ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। সরকারপ্রধান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করার কারণেই বিরোধীদলীয় নেতা আজ অস্থির হয়ে উঠেছেন এই মন্তব্য করে শেখ হাসিনা বলেন, তিনি যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চান। দেশজুড়ে বিএনপি-জামায়াতের সহিংসতায় সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।(ফেয়ার নিউজ)




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়