কানাইঘাট পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুনকে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার দেহ ৫০ টুকরা করা হবে বলে পাঠানো এসএমএস-এ উল্লেখ করা হয়। আজ বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে নাজমুল ইসলাম হারুন নিজেই বিষয়টি অবহিত করেন। তিনি বলেন ৩রা মার্চ অজ্ঞাত নম্বর (০১৭৭৫১৭১০০৪) থেকে তার ব্যবহৃত মুঠোফোনে একটি এসএমএস আসে। এসএমএস’র মধ্যে ‘ অশ্লীল কটূক্তি করে লেখা --বেশি বাড়াবাড়ি করিসনা, তোর শরীর ৫০ টুকরা করে হত্যা করা হবে। এ ঘটনার ৩/৪ দিন পূর্বে গভীর রাতে পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন ও যুগ্ন আহবায়ক নাজমুল ইসলাম হারুনের ওপর পৌর জামায়াতের শরিফ উদ্দিন হামলার চেষ্ঠা করে। এসময় তাকে আটক করে স্থানীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনার পর থেকে আ’লীগ নেতা হারুন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

kub karap news . ai rokom kaj k korlo ?
ReplyDelete