Thursday, February 21

!! কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার ইসলামী মহাসেম্মলন সম্পন্ন !!

আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ, আওলাদে রাসূল (সা.) আল্লামা সায়্যিদ মুফতি সালমান মনসুরপুরী বলেছেন, পৃথিবীতে আজ অশান্তির মূল কারণ হচ্ছে, মানুষ তার প্রকৃত মালিককে ভুলে গেছে। ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে অন্যের অধিকারে ভাগ বসানো। তিনি বলেন, এ সবই হলো ইলমে দ্বীনের পারদর্শীতার অভাব। মাওলানা মনসুরপুরী বলেন, যারা এক আল্লাহ ছাড়া বহুত্ববাদে বিশ্বাসী হয়েগেছে তারা জাহান্নামী। আল্লামা মনসুরপুরী বলেন, মহানবী (সা.) এর পদাঙ্ক অনুস্মরণের মধ্যেই মানব জীবনের কল্যাণ নিহিত। মেহমান তাঁর বক্তব্যে কানাইঘাট মাদরাসার ইতিহাস অবদান তুলে ধরে বলেন, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রাহ.) এবং দারুল উলূম দেওবন্দ ও কানাইঘাট দারুল উলূম একই সুত্রে গাঁথা। তিনি গত গত বুধবার শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রাহ.) এর পূণ্যস্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলূম দারুল হাদিস কানাইঘাট, সিলেট এর বার্ষিক ইসলামী মহা-সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দানকালে উপরোক্ত কথাগুলো বলেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়