Friday, January 25

!! বঙ্গবন্ধুর সহচর জমির উদ্দিন প্রধানের দাবী বাচ্চু রাজাকারের ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে হবে !!

নিজস্ব প্রতিবেদক:
যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের সাবেক নেতা আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে ফাঁসির আদেশের রায় শুনে আনন্দে আত্মহারা হয়ে কেঁদে ফেললেন বঙ্গ বন্ধুর সহচর সিলেট আ’লীগের প্রবীণ নেতা জমির উদ্দিন প্রধান । আনন্দ ভরে তিনি বলেন, ৪১ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম। দেরীতে হলেও যুদ্ধাপরাধের প্রথম রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের নবযাত্রা শুরু হলো । তবে এ রায়কে দ্রুত কার্যকর করতে হবে । ১৯৭১ সালে এদেশের কিছু মানুষ জামায়াতের সাবেক নেতা গোলাম আযম, বাচ্চু রাজাকার গংদের নেতৃত্বে পাক সামরিক বাহিনীর সহযোগি হয়ে মুক্তিযুদ্ধের পুরোটা সময়ে হত্যা, নির্যাতন , ধর্ষণ , লুন্ঠন ও অগ্নিসংযোগে মেতে ওঠেছিল। মানবতা বিরোধী এসব অপরাধের হোতা গোলাম আজম সহ সকল রাজাকারের ফাঁসির আদেশের রায় ঘোষণারও দাবী জানান। এছাড়া তিনি জাতির কলংকমোচনের সূচনা করায় বঙ্গ বন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়