এফএনএস স্পোর্টস ডেস্ক : দারুন উত্তেজনাপূর্ণ এক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২ ইউকেটে পরাজিত করে সিরিজ জয় করল বাংলাদেশ। ৩৬ বল হাতে রেখেই এই জয় আসে। গতকাল মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের প্রয়োজন ছিল ২১৮ রান। এ লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ৯১ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল। আউট হবার আগে সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ (৪৫)। অধিনায়ক মুশফিকুর করেন ব্যক্তিগত ৪৭ রানে। নাসির হোসেন ৩৯ রান করে দলের জয় নিশ্চিত করেন। নাসিরের সাথে ইলিয়াস সানি শেষ পর্যন্ত ১ রান করে ক্রিজে ছিলেন। মমিনুল হক ২৫ রানে এবং সোহাগ গাজী ১৯ করে এবং আব্দুর রাজ্জাক ০ রানে আউট হন। একেবারে শেষের দিকে আউট হন। দলীয় ৮ রানে তামিম ইকবালকে (৮) বোল্ড করেন কেমার রোচ। একই ওভারে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান এনামূল হককে (০) ফেরান ক্যারিবীয় এই ফাস্ট বোলার। দলীয় ৩০ রানে জহুরুল হকও (১০) ফেরেন রোচের শিকার হয়ে। রোচ ৫ ইউকেট লাভ করেন।
টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা মোটেও ভালো হয়নি। ঊরুর চোটের কারণে না খেলা মাশরাফি বিন মুতর্জার বদলে খেলতে নেমে শফিউল ইসলাম ও অফস্পিনার সোহাগ গাজীর মারাত্মক বোলিংয়ে ১৭ রানেই সাজঘরে ফেরেন কাইরন পাওয়েল, মারলন স্যামুয়েলস ও ক্রিস গেইল। চতুর্থ ওভারে ক টানা ৫ ওভার মেডেন নিয়ে অতিথি ব্যাটসম্যানদের ওপর চাপ আরো বাড়ান শফিউল-সোহাগ। চতুর্থ উইকেটে ড্যারেন ব্রাভোরের সঙ্গে কাইরন পোলার্ডের ১৩২ রানের জুটি অতিথি শিবিরে স্বস্তি ফেরায়। ব্যক্তিগত ১৭ রানে নাসির হোসেনের হাতে ব্রাভো জীবন পেলে ওয়েস্ট ইন্ডিজ দাঁড়ায় ৩ উইকেটে ১৪৯ রানের শক্ত ভিতের ওপর। নিয়মিত সব বোলার পোলার্ড ঝড় ামাতে ব্র্য হলে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বোলিংয়ে আনেন মমিনুল হককে।
৩২তম ওভারে বল করতে এসে পঞ্চম বলেই পোলার্ডকে (৮৫) বোল্ড করে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান তিনি। পোলার্ডের ৭৪ বলের ইনিংসটি ৮টি ছক্কা ও ৫টি চার সমৃদ্ধ। পোলার্ডের বিদায়ের পর রানের গতিতে বেশ ভাটা পড়ে। এরপর তেমন কোনো জুটি গড়তে না পারায় এক সময় আড়াইশ রানের সম্ভাবনা জাগানো অতিথিদের থামতে হয় অনেক আগেই। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ জুটি মাত্র ৩৭ রানের। ষষ্ঠ উইকেটে এই গড়েন ডেভন টমাস ও ব্রাভো। ৪১ তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ ৫ বলের মধ্যে ব্রাভো ও রানের খাতা খোলার আগে আন্দ্রে রাসেলকে ফিরিয়ে দিলে বড় একটা ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। (৫১) ব্রাভোর ১০৮ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা। ১৮৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা অতিথিরা দুশ পেরুয় টমাস ও বীরাসামি পারমলের সৌজন্যে। দলীয় ২০৪ রানে পারমল রান আউট হয়ে গেলে বেশি দূর এগোয় নি অতিথিদের ইনিংস। ৪৮তম ওভারে বল করতে এসে ৩ বলের মধ্যে টমাস ও খেমার রোচকে শফিউল বিদায় করলে ১২ বল আগেই অলআউট হয়ে যায় অতিথিরা। ৩১ রানে ৩ উইকেট নিয়ে ফেরাটাকে স্মরণীয় করে রাখা শফিউলই বাংলাদেশের সেরা বোলার। এছাড়া মমিনুল হক ও মাহমুদুল্লাহ দুটি করে উইকেট নেন। এদিকে ক্রিকেট দলকে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী ও তার ছেলে সজীব ওয়াজেদ রাত আটটার কিছু আগে স্টেডিয়ামে গিয়ে পৌঁছান।
সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমূল আহসান পাপন। ১৯ ওভারে খেমার রোচের চতুর্থ বলে চার মারেন মাহমুদুল্লাহ রিয়াদ। এসময় প্রধানমন্ত্রীকে হাত তালি দিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। পরের বলে আবার চার হাঁকান মাহমুদুল্লাহ। প্রধানমন্ত্রী দাঁড়িয়ে পড়েন। প্রধানমন্ত্রীর আসনের নিচে গ্রান্ড স্ট্যান্ডে বসা উৎফুল দর্শকদের উদ্দেশ্যেও হাত নাড়েন তিনি। মাহমুদুল্লাহ�র একটি শট বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডারের কাছে আটকে যাওয়ায় হতাশা প্রকাশ করতেও দেখা যায় তাকে। এইভাবে খেলা উপভোগ করেন তিনি।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়