Thursday, December 27

:: কানাইঘাটে তীর খেলার নামে ভারতে পাচার হচ্ছে লাখ লাখ টাকা ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে ভারতীয় তীর খেলার নামে একটি চক্র প্রতিদিন শ্রমজীবি মানুষকে লোভের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। আর এ টাকা পাচার হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তীর খেলার আয়োজককারীদের বিরুদ্ধে কোন ধরণের আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় এই চক্রটি ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে। প্রকাশ্যে কানাইঘাট বাজার, চতুল বাজার, চতুল ঈদগাহ, সুরইঘাট বাজার, সড়কের বাজার, গাছবাড়ী বাজারসহ বিভিন্ন স্থানে এজেন্টের মাধ্যমে কুপন কেটে খেলা চলছে। লটারীর নামে সর্বনিম্ন ১০টাকা থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত কুপন কেটে স্থানীয় লোকজনদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। আর এ প্রলোভনে পড়ে সর্বস্ব হারিয়েছে অনেকে। একটি সূত্রে জানা যায়, ১০ টাকার কুপন কেটে কোটিপতি হওয়ার আশায় প্রতিদিন শত শত শ্রমজীবি মানুষ ও যুবসমাজ তীর খেলার কুপন কেটে থাকে। ভারতের মেঘালয় রাজ্যে এ খেলার ড্র সপ্তাহে ৬দিন অনুষ্ঠিত হয়ে থাকে। ভারতীয়দের এজেন্ট হিসাবে এ খেলার কুপন কেটে টাকা গ্রহণ করেন কানাইঘাটের ডালাইচর গ্রামের জামাল উদ্দিন, আলিম উদ্দিন, রহিম উদ্দিন, সুরইঘাটের কবির, চতুল ঈদগাহের তাজ উদ্দিন এবং জৈন্তাপুর উপজেলার রাশেদ সহ আরও অনেকে। এ চক্রটি তীর খেলার লটারীর ড্র’র নামে বিজয়ীদের কিছু টাকা দিলেও সিংহভাগ টাকা ভারতীয় চক্র তাদের স্থানীয় এজেন্টদের মাধ্যমে ভাগ-বাটোয়ারা করে হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এ খেলার এক আয়োজককারী নাম প্রকাশ না করার শর্তে জানান, খেলাটির ড্র হয় ভারতের মেঘালয় রাজ্যে। তারা এজেন্ট হিসাবে এ খেলার কুপন কেটে থাকেন। প্রতিদিন যথারীতি ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে ড্র’র প্রাপ্ত টাকা বুঝিয়ে দেওয়া হয়। প্রশাসনকে ম্যানেজ করে তারা কুপন বিক্রি করেন বলেও জানান। সম্প্রতি এ তীর খেলার নামে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ উপজেলায় লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনার সংবাদ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হলে সেখানকার প্রশাসন সক্রিয় হয়ে উঠে। বর্তমানে তীর খেলার সাথে জড়িত চক্রটি কানাইঘাটকে তাদের নিরাপদ এলাকা বেছে নিয়ে প্রকাশ্যে দরিদ্র মানুষদের কোটিপতির স্বপ্ন দেখিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয় এলাকাবাসী এ খেলার আয়োজককারী চক্রদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন প্রশাসনের কাছে।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়