Tuesday, November 27

:: কানাইঘাটে শোক দিবস পালিত ::

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার অদূরে অবস্থিত নিশ্চিন্তপুরে পোশাক কারখানায় অগ্নিকান্ড এবং চট্টগ্রামে ফ্লাইওভার ধ্বসে ব্যাপক প্রাণহানীর ঘটনায় রাষ্ট্রীয় উদ্যোগে একদিনের জাতীয় শোক দিবস কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কানাইঘাটের সকল সরকারী ও আদাসরকারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের আশু সু-স্বাস্থ্য কামনা করে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও অন্যান্য ধর্মের উপাসনালয়ে প্রার্থনা খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বাদ যোহর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সরকারী কর্মকর্তা ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়