Tuesday, October 30

বীর মুক্তিযোদ্ধা (অব. সেনা কর্মকর্তা) ফরিদ আর নেই

নিজস্ব প্রতিবদেক :

সেনাবাহিনীর অবঃ লেন্স নায়ক কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন তাঁর নিজ বাড়ীতে দীর্ঘদিন ধরে রোগ ভোগের পর গত রোববার ভোর ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ................. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তাঁর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। ঐদিন বাদ জোহর নন্দিরাই জামে মসজিদে নামাযে জানাজা শেষে পারিবারিক গুরুস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়। জানাজায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক সহ তাঁর সহকর্মী ছাড়াও প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সরিক হন। বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে লড়াই করেছিলেন। এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, জেলা আ’লীগের সিনিয়র সদস্য জমির উদ্দিন প্রধান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, কানাইঘাট পৌর সভার মেয়র লুৎফুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্য সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি চাকসুর আপ্পায়ন সম্পাদক মামুনুর রশিদ, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ.হান্নান, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন প্রমুখ।






শেয়ার করুন

1 comment:

  1. আব্বার মৃত্যুর খবর প্রকাশ করার জন্য kanaighatnews24.com কে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি সাদিকুর রহমান।

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়