Saturday, September 22

আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে নয়দিনের সরকারি সফরে আজ শনিবার নিউইয়র্ক যাচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আমিরাতের একটি ফ্লাইট কাল রাত সাড়ে নয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে। বিমানটি রোববার নিউইয়র্ক সময় সকাল ৮টা ১৫ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

নিউইয়র্ক যাওয়ার পথে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে দু�ঘন্টার যাত্রাবিরতি করবেন।

জন এফ কেনেডি বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রী সরাসরি নিউইয়র্ক গ্র্যান্ড হায়াত হোটেলে যাবেন এবং সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, পরিবেশ ও বন মন্ত্রী ড. হাসান মাহমুদ, অ্যাম্বাসেডার অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ রয়েছেন।

এছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রস্ট্রিজ (এফবিসিসিআই)�র সভাপতি একে আজাদের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সঙ্গে যাবে।

নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জেনারেল অ্যাসেম্বলী হলে �আইনের শাসন বিষয়ক� উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেবেন। একই দিন তিনি প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন।

শেখ হাসিনা ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও তার স্ত্রী আয়োজিত অভ্যর্থনায় অংশ নেবেন। একই দিন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেয়া ছাড়াও শান্তি প্রতিষ্ঠা বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন।

প্রধানমন্ত্রী ২৬ সেপ্টেম্বর জলবায়ু ঝুঁকি মোকাবেলা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ বৈঠকে তাঞ্জানিয়া, ইথিওপিয়া, কোস্টারিকা ও মালদ্বীপের প্রেসিডেন্ট অংশ নেবেন।

একই দিন তিনি প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনায় অংশ নেবেন।

প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর রুজভেল্ট হাউজে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত অটিজম বিষয়ক বৈঠকে যোগ দেবেন। এছাড়া তিনি স্কেলিং আপ নিউট্রেশান (এসইউএন) বিষয়ক বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী ৩০ সেপ্টেম্বর দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন এবং ২ অক্টোবর সকালে ঢাকা পৌঁছবেন।ফেয়ার নিউজ






শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়