তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন,সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা কেউ পার পাবেন না। এছাড়া বিভিন্ন সময়ে যে সব সাংবাদিক নিহত হয়েছেন, তার একটি তালিকা তৈরি করা হচ্ছে। সব হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, মফস্বল সাংবাদিকদের ওয়েজবোর্ডের আওতায় আনার পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন ।
তিনি বলেন, গণতন্ত্র ও মহান মুক্তিযুদ্ধে আমাদের সহকর্মী যেসব সাংবাদিক বিভিন্ন সময়ে রাজপথে দুর্ঘটনা ও নির্যাতনের শিকার এবং দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এবিষয়ে সব ধরনেরই পদক্ষেপ নেওয়া হবে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়