Saturday, September 22

মফস্বল সাংবাদিকদের ওয়েজবোর্ডে হবে


তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন,সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা কেউ পার পাবেন না। এছাড়া বিভিন্ন সময়ে যে সব সাংবাদিক নিহত হয়েছেন, তার একটি তালিকা তৈরি করা হচ্ছে। সব হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, মফস্বল সাংবাদিকদের ওয়েজবোর্ডের আওতায় আনার পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন ।

তিনি বলেন, গণতন্ত্র ও মহান মুক্তিযুদ্ধে আমাদের সহকর্মী যেসব সাংবাদিক বিভিন্ন সময়ে রাজপথে দুর্ঘটনা ও নির্যাতনের শিকার এবং দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এবিষয়ে সব ধরনেরই পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার সকাল ৯টায় সরকারি সফরে কুষ্টিয়া যাওয়ার পথে রাজবাড়ী জেলা জাসদের সভাপতি আহমদ নিজাম মন্টুর বাসায় সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরকালে এ কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় হাসানুল হক ইনুর সহধর্মিনী আফরোজা হক রীতা, জাসদ সভাপতি আহমদ নিজাম মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল হকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফেয়ার নিউজ


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়