Wednesday, September 5

মেয়াদ বাড়ল রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংক চেয়ারম্যানের

মেয়াদ বেড়েছে দেশের রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের চেয়ারম্যানদের । পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সোনালী, রূপালী, জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক চেয়ারম্যানদের দুই বছর করে মেয়াদ বাড়িয়েছে সরকার। এছাড়া শান্তি নারায়ণ ঘোষকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেযা হয়েছে । আজ বুধবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। দুপুরেই অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে আদেশ জারি করে। এদিকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের মেয়াদও দুই বছর বাড়ানো হয়েছে।
ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়