Monday, July 19

কানাইঘাটে সড়কের বেহাল দশা হেটে চলা ও দাঁয়



মাহবুবুর রশিদ :

কানাইঘাট উপজেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে । দীর্ঘদিন থেকে রাস্তা গুলোর বেহাল অবস্থা থাকলেও যানবাহন চলাচল মোটামোটি স্বাভাবিক ছিল ।
কিন্তু বর্তমানে সড়কগুলো চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে । বিভিন্ন স্থানে পিচ ঢালাই উঠে সৃষ্টি হয়েছে গর্ত আর ভাঙ্গনের । গর্ত হওয়ার কারণে রাস্তাগুলো কয়েক হাজার মানুষের জন্য জলন্ত বিবিষিকায় পরিণত হয়েছে । এসব সড়ক দিয়ে যানবাহন চলাচল এমনকি লোকজনের হাঁটাচলা ও কষ্টকর হয়ে পড়েছে । আশংকা জনকভাবে মৃত্য ঝুঁকি নিয়ে তবু ও প্রতিদিন চলছে সীমিত সংখ্যক যানবাহন । একান্ত বিপদে না পড়লে এসব সড়ক দিয়ে যাতায়াত করতে চান না কেউ। সড়কগুলোর অবস্থা এতই বেহাল যে,অন্ধকার রাতে এসব সড়ক দিয়ে পায়ে হাঁটা যাতায়াতকারী লোকজন ও দূর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিদিন এসব সড়কে ঘটছে ছোট,বড় দূর্ঘটনা । সরেজমিনে গিয়ে, দেখা যায় কানাইঘাট, গাছবাড়ী-সিলেট গাজী বুরহানউদ্দিন সড়ক,কানাইঘাট, শাহবাগ,সিলেট,কানাইঘাট-দরবস্ত উপজেলা সদর থেকে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় সড়কগুলোর অধিকাংশ পীচ সড়কে বড়,বড়,ভাংগন ও গর্তের সৃষ্টি হয়েছে । এ কারণে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে । বিশেষ করে সন্ধ্যার পর যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।সীমিত সংখ্যক যানবাহন চলাচল করলেও যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হয় । এতে সিলেট মহানগরী সহ দেশের অন্যান্য স্থানের সাথে কানাইঘাটের যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে । উল্লেখ্য কানাইঘাট,গাছবাড়ী,সিলেট গাজী বুরহান উদ্দিন সড়ক ও কানাইঘাট দরবস্ত সড়ক সিলেট মহানগরী সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী ব্যস্ততম সড়ক হিসেবে পরিচিত । কারণ এ দুটি সড়ক দিয়ে সিলেট সদর এলাকার বিপুল সংখ্যক মানুষ ও শত শত মিনিবাস, ট্রাক,টেম্পু,সি.এন.জি ও রিক্সা প্রতিদিন চলাচল করে । কিন্তু দীর্ঘদিন থেকে রাস্তাগুলো সংষ্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে । জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর অধিকাংশ স্থানে গর্ত ও ভাঙ্গন সৃষ্টি হওয়ায় বাস,ট্রাক,টেম্পু ইত্যাদি গাড়ীর নিচের অংশ মাটিতে লেগে যায় । আটকে পড়ে যায় অসংখ্য যানবাহন । এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন গোটা কানাইঘাটবাসী । অবিলম্বে জনগুরুত্বপূর্ন এসব সড়ক গুলো সংষ্কার ও পাকাকরণ কাজ সম্পন্ন করার জোর দাবী জানিয়েছেন কানাইঘাটবাসী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়