কানাইঘাট নিউজ ডেস্ক :
খলিফায়ে মাদানী আল্লামা মামরখানী রহ. ও শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী রহ. এর স্মৃতিবিজড়িত জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার, জকিগঞ্জ, সিলেট-এর ৭০ সালা দস্তারবন্দী মহা সম্মেলন আগামী ২১ ও ২২ ডিসেম্বর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
সম্মেলন সফলের লক্ষে আজ ১৬ই ডিসেম্বর (সোমবার) বাদ আসর জামেয়া প্রাঙ্গণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে অনুষ্টিত হয়েছে সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে জামেয়ার নাইবে মুহতামিম, লন্ডন প্রবাসী মুফতি আবদুল মুনতাকিম জানান, দেশ-বিদেশের বিপুল সংখ্যক উলামায়ে কেরাম ও ইসলামী স্কলারগণ ইতোমধ্যে দাওয়াত গ্রহণ করেছেন। সম্মেলনের উভয় দিনই অতিথিরা বয়ান পেশ করবেন এবং শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ফুযালা, আবনা ও হুফফাজদের মাথায় দস্তারে ফযীলত তুলে দিবেন।
সম্মেলন উপলক্ষে ইন্তেজামিয়া কমিটি, প্রচার উপকমিটি, অর্থ উপকমিটি ও প্রবাসী কমিটি—এগুলো তাদের দায়িত্ব পালনে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। পুরো মুনশীবাজার এলাকা এখন সম্মেলনকে ঘিরে উৎসবমুখর। সাধারণ জনগণসহ সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সম্মেলন সম্পর্কে দেশ-বিদেশের মানুষের মাঝে তথ্য পৌঁছে দিতে মিডিয়া সেল সক্রিয় ভূমিকা পালন করছে। অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় সংবাদমাধ্যমে নিয়মিত প্রচারণা চলছে। সম্মেলনের প্রতিটি আয়োজন, অতিথিদের আগমন এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত লাইভ কভারেজের পরিকল্পনা রয়েছে।
এছাড়া বিভিন্ন মিডিয়া প্রতিনিধি, সাংবাদিক ও ফটোগ্রাফারদের সুবিধার্থে করা হচ্ছে আলাদা মিডিয়া ডেস্ক। যাতে তারা সহজে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারেন।
জামেয়ার নাইবে মুহতামিম মাওলানা আব্দুল হান্নান বলেন, এই সম্মেলন হবে ঐতিহাসিক ও স্মৃতিময় এক মিলনমেলা। গত ৭০ বছরে এখান থেকে যারা পড়াশোনা শেষে দেশের বিভিন্ন স্থানে ও আন্তর্জাতিক অঙ্গনে খেদমতে নিয়োজিত হয়েছেন, তাদের সবাইকে একত্র করার এই আয়োজন নিঃসন্দেহে এক আনন্দঘন মুহূর্ত তৈরি করবে। একে অপরের সাথে মুলাকাত করার সৌভাগ্য হবে এটি নিশ্চয় অনেক বড় সৌভাগ্যের ব্যাপার।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়