Monday, November 21

কানাইঘাটে এলজিএসপি প্রকল্পের শিক্ষা উপকরণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট উপজেলার ৬ নং সদর ইউনিয়নের ছোটদেশ উচ্চ বিদ্যালয় ও বীরদল এন.এম একাডেমির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার(২১ নভেম্বর) কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপির অর্থায়নে এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।


পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন৬ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন আহমেদ চৌধুরী। 

এ সময় উপস্থিত ছিলেন, ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন,সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, বীরদল এন.এম একাডেমির সাবেক প্রধান শিক্ষক জার উল্লাহ,বর্তমান প্রধান শিক্ষক মাহবুবুল হক,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা জাহানারা বেগম,জোস্না রাণী দাস,সমাজসেবী মুহিবুর রহমান মনির প্রমূখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়