Tuesday, July 30

আগস্টে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আগামী মাসে ঢাকা সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপে এ কথা বলেন।
তিনি বলেন, ‘তিনি (জয়শঙ্কর) ২০ ও ২১ আগস্ট এক শুভেচ্ছা সফরে ঢাকায় আসতে পারেন।’
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, জয়শঙ্কর এরই মধ্যে তার বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ডাকা ও নয়াদিল্লি তার এ সফর চূড়ান্ত করার কাজ করছে।
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী সম্প্রতি দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ঢাকা সফরের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন গত মাসে পঞ্চম কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া (সিআইসিএ)’র ফাঁকে ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাতে জয়শঙ্করকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।
সাক্ষাতের সময় জয়শঙ্কর আশ্বাস দেন যে তিনি তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন।
 সুত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়