Tuesday, June 25

পানিশূন্য হচ্ছে চেন্নাই!

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই মিঠা পানিশূন্য হয়ে যাচ্ছে। অতি সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা ছবিতে সেখানকার জলাধারগুলোর ভয়ানক চিত্র দেখা গেছে। 

ভারত মহাসাগরের উপকূলের এই শুষ্ক শহরে ৫০ লাখ মানুষের বসবাস। চেন্নাইয়ের জলাধারগুলো প্রায়ই এখন শুকিয়ে গেছে। 
গেল ১৫ জন স্যাটেলাইট থেকে নেয়া ছবিগুলোতে দেখা যায়, শহরের সবচেয়ে বড় জলাধার লেক পুঝাল পানিশূন্য হয়ে যাচ্ছে। গত বছরের একই সময়ের চিত্রতে দেখা গেছে, সেখানে প্রচুর পানি ছিল। তবে এক বছরের ব্যবধানে তা মারাত্মক রূপ নিয়েছে।
এছাড়া শহরের ছেমবারামবাক্কাম লেকের পানিও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। এতদিনে ওই অঞ্চলে বর্ষা শুরু হওয়ার সময় হলেও তা হয়নি।
প্রসঙ্গত, চেন্নাই শিল্প ও বাণিজ্যের জন্য একটি বড় কেন্দ্র। এছাড়া সাংস্কৃতিক ঐতিহ্য ও মন্দির স্থাপত্যের জন্য বিখ্যাত। এই শহরকে ভারতের মোটরগাড়ি শিল্পের রাজধানী বলা হয়। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়