Tuesday, June 25

ওয়াও সাকিব

স্পোর্টস ডেস্ক ::

এ যেন তার জন্য ডালভাত। বলছি সাকিবের কথা, একের পর এক ঘূর্ণি আক্রমণে আফগান দুর্গ ধ্বংস করে চলেছেন সাকিব আল হাসান। তার এ্যান্টি এ্যাকশনে আফগান শিবিরে দলের ৭ম ও নিজের ৫ম আঘাত করেন সাকিব। রান চেজ করতে গিয়ে এখন পর্যন্ত ৭ উইকেটের পতন হয়েছে আফগানদের।

সাকিব তার প্রথম ওভারে এসেই তুলে নিয়েছেন রহমত শাহ কে। তামিমের ক্যাচে পরিণত হওয়ার আগে তিনি করেন ২৪ রান। ২৯তম ওভারে সাকিব হানেন জোড়া আঘাত। লিটনের দর্শনীয় ক্যাচে ৪৭ রানে নাইব ফেরার পরপরই নবীকে ০ রানে বোল্ড করেন সাকিব। তারপর সিরিয়ালে আসেন আসগর আফগান। সাকিবের বলে সাবস্টিটিউট ফিল্ডার সাব্বিরের হাতে ক্যাচ দেন ২০ রান করা আসগর। তার ৫ম শিকার হলে ২৫ রান করা নাজিবুল্লা জাদরান।   
বিশ্বকাপের আজকের খেলায় টস হেরে শুরুতে ব্যাট করে আফগানদের সামনে ২৬৩ রানের টার্গেট দেয় মুশি-সাকিবরা। 
সাকিব ছাড়া মোসাদ্দেকের বলে হাসমতউল্লাহ শাহিদীকে স্ট্যাম্পট আউট করেন মুশফিকুর রহিম। আউট হবার আগে তিনি ৩১ বলে করেন ১১ রান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান। 
৩১তম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। বিশ্বকাপের দ্বাদশ আসরে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে পা রেখেছিল বাংলাদেশ।
টুর্নামেন্টের অনেকটা পথ পাড়ি দেয়ার পর এখনো সেমি খেলার আশা বাঁচিয়ে রেখেছে টাইগাররা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়