Saturday, June 15

সিংহের সঙ্গে লড়াইয়ে নামল ক্যাঙ্গারুরা

স্পোর্টস ডেস্ক::

বিশ্বকাপের ২০তম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি শ্রীলংকা। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক করুনারত্নে। লন্ডনের ওভালে স্থানীয় সময় সকাল ১০.৩০ এবং বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। 

ব্যাট হাতে অস্ট্রেলিয়ার হয়ে একটানা পারফর্ম করে যাচ্ছেন স্টিভ স্মিথ। এ ম্যাচেও অস্ট্রেলিয়ার ব্যাটিং এর বড় ভরসা তিনি। এছাড়া ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, ফিঞ্চও রানের ক্ষুধায় রয়েছেন। শন মার্শ আসায় দলের ব্যাটিং শক্তি বৃদ্ধি পেয়েছে বহুগুণ। শক্ত ব্যাটিং লাইন আপ নিয়ে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ পেতে মাঠে নামল অজিরা। 
তবে শ্রীলংকাও বল হাতে অস্ট্রেলিয়াকে কম রানে আটকাতে চাইবে। তাদের অস্ত্রভান্ডারে আছে মালিঙ্গা, প্রদীপের মতো ম্যাচ ঘুরিয়ে দেওয়া পার্ফরমাররা।
বিশ্বকাপের আসরে অস্ট্রেলিয়া বেশ শক্ত অবস্থানেই আছে। ভারতের কাছে হারলেও তাদের কামব্যাক করতে সময় লাগেনি। অন্যদিকে, শ্রীলংকা পেয়েছে বৃষ্টির সাহচর্য। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া ও পঞ্চম শ্রীলংকা অবস্থান করছে। 
অস্ট্রেলিয়ার শুরুটা হয় অপেক্ষাকৃত কম শক্তিশালী আফগানিস্তানকে হারিয়ে। এরপর ধরাশায়ী হয় ওয়েস্ট ইন্ডিজ। যদিও তৃতীয় ম্যাচে ভারতের কাছে হার মানতে বাধ্য হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে পরের ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। পাকিস্তানকে হারিয়ে সেমি ফাইনালে যাওয়ার পথ আরো সুগম করে। এবার অজিদের সামনে লক্ষ্য লংকানদের বিপক্ষে জয়।
বিশ্বকাপে শ্রীলংকার শুরুটা বেশ বাজে হয়। নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটের হার দিয়ে তারা যাত্রা শুরু করে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় আফগানিস্তানকে হারিয়ে। এরপর তৃতীয় ম্যাচে পাকিস্তান ও চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বৃষ্টির কল্যাণে এক পয়েন্ট করে পায় লংকানরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় সহজ না হলেও পূর্ণশক্তি দিয়ে লড়েই পয়েন্ট চায় লংকানরা।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ৯৭ বার মুখোমুখি হয়েছে দু’দল। যার মধ্যে অস্ট্রেলিয়ার জয় ৬০ ম্যাচে, লংকানদের জয় ৩৩ ম্যাচে। বাকি ৪ ম্যাচ ফলাফলের মুখ দেখেনি।
অস্ট্রেলিয়ার একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, শন মার্শ, উসমান খাজা, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, জেসন বেহেনড্রফ।
শ্রীলংকার একাদশ
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশাল পেরেরা, লাহিরু থিরিমান্নে, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা,মিলিন্দা সিরিবর্ধনা, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়