Saturday, June 15

রেকর্ড গড়বে ফাইভজি

তথ্যপ্রযুক্তি ডেস্ক::

এশিয়ার বিভিন্ন দেশে ফাইভজি প্রযুক্তি চালু হতে খুব বেশি দেরি নেই। এরই মধ্যে ইউরোপ ও আমেরিকা অঞ্চলের কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে ফাইভজি চালু হয়েছে। এরই মধ্যে ফাইভজি'র কার্যক্রম দেখে গ্রাহকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এতে আগামী পাঁচ বছরের মধ্যে অর্ধেক বিশ্ববাসীর কাছে ফাইভজির নেটওয়ার্ক পৌঁছবে, যা এক অনন্য রেকর্ড। খবর সিএনএন।

এদিকে ফাইভজি'র উত্থান শুরু হলে পতন হবে ফোরজি'র। এরিকসনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ফোরজি'র গ্রাহক ৫৩০ কোটিতে পৌঁছবে। এরপর তা ধীরে ধীরে কমতে থাকবে পরবর্তী প্রযুক্তির কারণে। ২০২৪ সালের মধ্যে বিশ্বের ১৯০ কোটি মানুষ ফাইভজি সুবিধা পেতে সক্ষম হবে।
ফাইভজি প্রযুক্তি চালু নিয়ে বিভিন্ন দেশের মধ্যে চলমান প্রতিযোগিতা গত কয়েক মাসের মধ্যে খুব স্পষ্ট হয়ে উঠেছে। পাশাপাশি সম্ভাব্য বাণিজ্যিক সুবিধা নেয়ার দৌড়ে এগিয়ে থাকতে মোবাইল অপারেটর কোম্পানিগুলোও ফাইভজি অবকাঠামো স্থাপনের তোড়জোড় শুরু করেছে। কারণ উচ্চগতির এ ওয়্যারলেস ইন্টারনেট সেবা স্বচালিত গাড়ি, চিকিৎসা ও স্মার্টসিটি গড়ে তোলার মতো বৈপ্লবিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়